OrdinaryITPostAd

দেশি ডুমুর খাওয়ার উপকারিতা কি কি তা জেনে নিন

ঝোপঝাড়ে অযত্নে ও অবহেলায় বেড়ে ওঠা একটি ফলের নাম হচ্ছে ডুমুর ডুমুরের পাতা খসখসে হলেও ডুমুর ফল নরম ও মিষ্টি এই ডুমুর ফলটি কাঁচা এবং পাকা অবস্থাতেই খাওয়া যায় ডুমুরে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষভাবে কাজ করে 
দেশি ডুমুর খাওয়ার উপকারিতা কি কি তা জেনে নিন
আমরা অনেকেই এই ডুমুরকে অনেক অবহেলা করে থাকি তবে আপনি যদি জানেন এই ডুমুরের পুষ্টিগুণ সম্পর্কে তাহলে আর ডুমুরকে অবহেলা করতে পারবেন না তাহলে চলুন জেনে আসি ডুমুর আমাদের কি কি উপকার করে থাকে

সূচিপত্রঃ ডুমুর খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিন

নিচের অংশ পড়তে চান ক্লিক করুন

  • ডুমুরের পুষ্টিগুণ
  • ওজন নিয়ন্ত্রণে
  • শরীরের হাড় শক্ত ও মজবুত করতে
  • কিডনির পাথর রোধ করতে
  • রক্তচাপ নিয়ন্ত্রণ করতে
  • কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করতে
  • ত্বকের জন্য উপকারী
  • ডুমুর ফলের কিছু অপকারিতা

ডুমুরের পুষ্টিগুণ

ডুমুর একটি নরম ও মিষ্টি জাতীয় ফল ডুমুরের উপরের আবরণটা ভীষণ পাতলা ও ভিতরে ছোট ছোট বিচি রয়েছে এই ফল গুলি শুকনো পাকা ও কাঁচা অবস্থাতে খাওয়া যায় প্রতি ১০০ গ্রাম ডুমুরের পুষ্টিগুণ নিচে দেওয়া হল

  • জলীয় অংশ ৮৮.১ গ্রাম
  •  খনিজ  পদার্থ ০.৬ গ্রাম
  • হজম যোগ্য আশ ২.২ গ্রাম
  • খাদ্য শক্তি ৩৭ গ্রাম
  • আমিষ ১.৩
  • চর্বি ০.২
  • ক্যালসিয়াম ৮০ মিলিগ্রাম
  • লৌহ ১.১ মিলিগ্রাম
  • ক্যারোটিন ১৬২ মিলিগ্রাম
  • ভিটামিন বি এক ০.০৬ মিলিগ্রাম
  • ভিটামিন বি ২ ০.০৫ মিলিগ্রাম
  • ভিটামিন সি ৫ মিলিগ্রাম

ওজন নিয়ন্ত্রণে

আমাদের মধ্যে অনেকেই শরীরের ওজন নিয়ে চিন্তিত শরীরের ওজন নিয়ন্ত্রণের জন্য আমরা অনেক পরিশ্রম করে থাকি যেমন ব্যায়াম করা নিয়মিত খাদ্য কন্ট্রোল করা ইত্যাদি তারপরও দেখা যায় অনেক সময় ওজন নিয়ন্ত্রণে থাকছে না


এক্ষেত্রে আপনি একটি সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে ডুমুর সবজি যদি আপনি কোন পরিশ্রম ছাড়াই আপনার শরীরের ওজন কমানোর চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় এই ডুমুর সবজি রাখুন ডুমুর শরীরের ওজন কমাতে বেশ কার্যকরী একটি উপাদান ডুমুরে থাকা ফাইবার আপনার পেট ভরা রাখতে সাহায্য করবে

যার কারণে আপনি অন্য সকল খাবার থেকে দূরে থাকতে পারবেন তাছাড়াও এই ডুমুরে অবস্থিত ফাইবার আপনার স্বাস্থ্যকর পচনতন্ত্র বজায় রাখে আমরা সকলেই জানি যদি আমরা খাবার কন্ট্রোল করতে পারি তাহলে ওজন ও কন্ট্রোল করা সম্ভব আর যেহেতু এই ডুমুর আমাদের পেট ভরা রাখতে সাহায্য করে তাই আমরা খুব সহজেই অতিরিক্ত খাবার এড়িয়ে যেতে পারি তাই বলা যায় ওজন নিয়ন্ত্রণে তোমরা একটি বিশেষ মাধ্যম

শরীরের হাড় শক্ত ও মজবুত করতে

শরীরের হাড় শক্ত ও মজবুত করতে ডুমুর হল একটি উপযুক্ত খাবার ডুমুর খেলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এর মত আরও গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে আমাদের শরীলের হার শক্ত ও মজবুত রাখে ডুমুরে অবস্থিত ক্যালসিয়াম উপাদান টি হাড়ের যেকোন অসুখের হাত থেকে রক্ষা করে
দেশি ডুমুর খাওয়ার উপকারিতা কি কি তা জেনে নিন
আমরা ডুমুর সবজিটিকে অনেকেই অবহেলা করে থাকে কিন্তু আপনি যদি এই ডুমুরের পুষ্টিগুণ সম্পর্কে জানেন তাহলে ডুমুরকে আর অবহেলা করতে পারবেন না ডুমুর আমাদের শরীরের বিভিন্নভাবে সুস্থ রাখতে সাহায্য করে তারমধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে শরীরের হাড় শক্ত ও মজবুত করা যাদের শরীরের হাড়ের সমস্যা রয়েছে 

তারা তাদের খাদ্য তালিকায় এই ডুমুর সবজিটি রাখতে পারে তাছাড়াও কেউ চাইলে ডুমুর পানিতে ভিজিয়ে খেতে পারে সে ক্ষেত্রে কয়েকটি ডুমুর পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে তারপর সকালে খালি পেটে খেতে হবে তাহলে আপনি অনেক উপকার পাবেন

কিডনির পাথর রোধ করতে

যেকোনো শুকনো ফল নিঃসন্দেহে খনিজ পদার্থ ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য ডুমুর ফলটির একাধিক উপকারিতা রয়েছে ডুমুর বিভিন্নভাবে খাওয়া যায় 

তবে কিডনির পাথর রোধ করতে আপনাকে কয়েকটি ডুমুর নিয়ে পরিষ্কার পানিতে সিদ্ধ করতে হবে তারপর সেই পানি ঠান্ডা করে সংরক্ষণ করুন কয়েক দিন পর সেই পানি পান করুন তাহলেই আপনার কিডনি পাথর রোদ করতে বেশি কার্যকরী হবে এই ডুমুর

রক্তচাপ নিয়ন্ত্রণ করতে

ডুমুর হচ্ছে এমন একটি উপাদান যা পাকা অবস্থায় ফল এবং কাঁচা অবস্থায় সবজি হিসাবে কাজ করে এই ডুমুরে রয়েছে অনেক খনিজ উপাদান ও পুষ্ট ডুমুরকে আমরা অনেকেই অবহেলা করে থাকি কেননা এই ডুমুরের চাষ তেমনভাবে করা হয় না 


এই ডুমুর সাধারণত ঝোপ ঝাড়ে এবং কোন যত্ন ছাড়াই বেড়ে ওঠে তবে এই ডুমুরের অসাধারণ পুষ্টিগুণ রয়েছে যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন এই ডুমুর আমাদের শরীরের ভিটামিনের বিভিন্ন চাহিদা পূরণ করে থাকে তারমধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে পটাশিয়াম এই ডুমুরে পটাশিয়াম থাকাই আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম 

আমাদের মধ্যে অনেকেই আছে যারা রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ চিন্তিত এবং এর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা এবং মেডিসিন নিয়ে থাকে সে ক্ষেত্রে আপনি আপনার খাদ্য তালিকায় ডুমুর সবজিটি রাখতে পারেন যা খুব সহজেই আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবে ডুমুর পটাশিয়াম সমৃদ্ধ হওয়ার ফলে সোডিয়ামের প্রভাবকে নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে

কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে

ডুমুর জিংক ম্যাগনেসিয়াম এবং আয়রন সমৃদ্ধ একটি ফল এছাড়াও ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্যর জন্য খুবই উপকারী এটি মল ত্যাগ স্বাভাবিক করে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে 

তাছাড়াও পালসের জন্য এই ডুমুর খুবই উপকারী একটি উপাদান তাই বিশেষজ্ঞরা উপদেশ দিয়ে থাকেন ডুমুর খাওয়ার জন্য বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য ও পালসের সমস্যা রয়েছে ডুমুর ফাইবার থাকার কারণে পেটের যে কোন খাবার হজম করতে বেশ কার্যকরী যা আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে আমাদের মধ্যে অনেকের বদহজমের সমস্যা রয়েছে 


আমি তাদের সাজেস্ট করব আপনাদের খাদ্য তালিকায় নিয়মিত ডুমুর রাখুন যা আপনার হজম নিয়ন্ত্রণে রাখবে ডুমুর প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এই পটাশিয়াম শরীরের চিনির মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে কাজ করে থাকে যা ডায়বেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী

ত্বকের জন্য উপকারী

ডুমুর একটি সুস্বাদু সবজি এর পাশাপাশি ডুমুরের ওষুধিও কিছু গুণ রয়েছে ডুমুর আমাদের বিভিন্ন ধরনের ভিটামিনের চাহিদা পূরণের পাশাপাশি আমাদের ত্বকের জন্য বেশ উপকারী যাদের মুখে ব্রণ আছে তারা যদি কয়েকটি পরিষ্কার ডুমুর সিল পাঠাতে বেটে মুখে লাগান তাহলে খুব সহজেই ব্রণ নিরাময় করতে পারবেন 
দেশি ডুমুর খাওয়ার উপকারিতা কি কি তা জেনে নিন
তাছাড়াও ডুমুর গাছের ছাল পানি দিয়ে সিদ্ধ করে সে পানি ঠান্ডা করে শরীর ধুলে বিভিন্ন ধরনের চর্মরোগ নিরাময় করা সম্ভব কাঁচা ডুমরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনি ফেসপ্যাক হিসেবে আপনার ত্বকে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে মশ্চারাই জ হিসেবে এটি ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনি কয়েকটি ডুমুর ও দই দিয়ে একটি পেস্ট তৈরি করতে পারবেন 

এই পেস্ট মুখে লাগালে আপনার মুখ দেখাবে উজ্জ্বল নরম ও সুন্দর এই ফেসপ্যাকটি ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করতে হবে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে দেখবেন আপনার ত্বক আগের চাইতে অনেকটাই উজ্জ্বল হয়েছে এই ফেসপ্যাকটির সঠিক ও সুন্দর ফলাফল পাওয়ার জন্য নিয়মিত ফেসপ্যাক টি ব্যবহার করতে হবে

আরো জেনে নিন ডুমুর কিভাবে খাবেন বা ডুমুর খাওয়ার কয়েকটি মাধ্যম

  • ডুমুর ফলটি আমরা বিভিন্নভাবে খেতে পারি ডুমুর কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল তবে আমরা এই ডুমুর যে ভাবেই খেয়ে থাকি না কেন উপকার পাব তবে কিছু কিছু মাধ্যম বা পদ্ধতি অবলম্বন করলে এর কার্যকারিতা আরো বেড়ে যায়
  • কাঁচা অবস্থায় ডুমুর আমরা সবজি হিসেবে খেয়ে থাকি যা ভীষণই সুস্বাদু ও রুচিকর একটি খাবার ডুমুর সবজিটি রান্নার সময় মসলা খুব হালকা ব্যবহার করতে হয় যার ফলে এর কার্যকারিতা আরো বেড়ে যায়
  • অনেকেই ডুমুরের সালাত খেয়ে থাকে প্রথমে কয়েকটি পরিষ্কার ডুমুর নিতে হবে তারপর চারো দিক থেকে ছড়িয়ে নিতে হবে মাঝের বিচি গুলি ফেলে দিতে হবে এবং তাতে লবণ ও মরিচ এবং সরিষার তেল দিয়ে শসা তৈরি করে খাওয়া হয়
  • অনেকেই আবার এই ডুমুর পানিতে ভিজিয়ে খেয়ে থাকে এক্ষেত্রে কয়েকটি ডুমুর নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে তারপর খাবার পানিতে ডুমুর ভিজিয়ে রাখতে হবে রাত্রে এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি সহ ডুমুর খেতে হবে এতে করে ডুমুরের কার্যকারিতা আরো বেশি বৃদ্ধি পায়
  • অনেকেই এই ডুমুর রোদ্রের শুকিয়ে সংরক্ষণ করে রাখে এবং তা দীর্ঘদিন ধরে খায় যা শরীরের বিভিন্ন পুষ্টির যোগান দিতে সাহায্য করে
  • পাকা অবস্থায় ডুমুর একটি ফল যা খেতে মিষ্টি ও সুস্বাদু এবং পুষ্টিগুণ ভরা পুর
  • অনেকেই ডুমুরের জুস করে খেয়ে থাকেন কাঁচা অবস্থাতে জুস করলে এতে মধু বা চিনি বা দুধ
  •  মিশিয়ে জুস করা হয়ে থাকে যা শরীরের জন্য খুবই ভালো

ডুমুর ফলের কিছু  অপকারিতা

প্রত্যেকটা জিনিসেরই উপকারের পাশাপাশি অপকারীয়তা থাকে কেননা সকলের শরীর এক নয় সবার শরীরে সব কিছুই একসেপ্ট করতে পারে না তো চলুন দেখে আসি ডুমুর ফলের কিছু অপকারিতা


  • ডুমুর বেশি খেলে পেট ব্যাথা হতে পারে
  • বেশি পরিমাণ ডুমুর খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে
  • অধিক পরিমাণে ডুমুর খেলে অনেক সময় কারো কারো নাক দিয়ে রক্ত পড়ে
  • যাদের অ্যালার্জি রয়েছে তাদের জন্য ডুমুরের আঠা ভীষণ ক্ষতিকর এতে করে তার এলার্জি আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে
  • পাকা ডুমুর মিষ্টি হওয়ার কারণে এতে চিনির পরিমাণ বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি ক্ষতিকারক
  • এই ডুমুর ফল কিছু কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া হতে পারে
  • অনেক সময় ডুমুর ফল রক্ত পাতলা করে ফেলতে পারে

শেষ কথা ডুমুর খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিন

প্রিয় পাঠক বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই আর্টিকেলটি থেকে ডুমুরের উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন অবশ্যই এখন থেকে আর ডুমুরকে অবহেলা করবেন না কেননা ডুমুরে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ যা আমাদের শরীরকে সুস্থ ও ভালো রাখতে সাহায্য করে তাছাড়াও এই ডুমুর আপনি ফল হিসাবে বা সবজি হিসাবে যেকোনো মাধ্যম হিসেবে খেতে পারেন
এরকম আরো নতুন নতুন স্বাস্থ্যবিধি আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটিতে নিয়মিত ভিজিট করুন

সুস্থ থাকেন ভালো থাকেন নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন  আল্লাহ হাফেজ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url