টমেটো খেলে আপনি যে উপকার গুলি পাবেন তা জেনে নিন
প্রিয় পাঠক বিন্দুরা আপনি যদি টমেটো খাওয়ার উপকারিতা সম্পর্কে না জেনে থাকেন
তাহলে এই আর্টিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং জেনে নিন
টমেটো আপনার জন্য কতটা উপকারী টমেটো আমরা সকলেই খেয়ে থাকি
এর উপকারিতা সম্পর্কে অনেকেই কিছু জানি না তাহলে চলুন এই আর্টিকেল থেকে জেনে নিন
টমেটো আমাদের কতটা প্রয়োজনীয় বা আমাদের জন্য কতটা উপকারী
সূচিপত্রঃ টমেটো খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিন
নিজের যে অংশ পড়তে চান ক্লিক করুন- টমেটো পুষ্টিগুণ
- ওজন কমাতে
- রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করে
- ত্বক সুস্থ রাখতে
- অ্যাজমা নিয়ন্ত্রণে
- চর্মরোগ নিয়ন্ত্রণে
- মুখের সৌন্দর্য ধরে রাখতে
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
- জ্বর নিরাময় করতে
- রক্তের ক্ষতি রোধ করে
টমেটোর পুষ্টিগুণ
যেহেতু টমেটো একটি জনপ্রিয় সবজি তাই টমেটো খাওয়ার উপকারিতা সম্পর্কে সকলের
জানার প্রয়োজনীয়তা রয়েছে পাকা টমেটো এবং কাঁটা টমেটো খাওয়ার উপকারিতা অনেক
টমেটো একটি অত্যন্ত পুষ্টিকর সম্পন্ন শক্তি সবজি পুষ্টিগুণে ভরপুর টমেটো
আরো পড়ুনঃ পাকা টমেটো খেলে যে উপকার পাবেন
কাঁচা বা রান্না করে জুস করে নোনতা টক ঝাল মিষ্টি যেকোনো উপায়ে এই টমেটো খাওয়া
যায় অনেকেই টমেটোর সালাত করে খায় রান্নার স্বাদ ও রং আনতে এ টমেটো বেশ ভালো কাজ
করে
টমেটোতে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে তা নিচে দেওয়া হল
প্রতি ১০০ গ্রাম টমেটোর পুষ্টি গুণ
- ভিটামিন এ
- ভিটামিন কে
- ভিটামিন বি১
- ভিটামিন বি ৩
- ভিটামিন বি ৫
- ভিটামিন বি ৭
- আইরন
- পটাশিয়াম
- ম্যাগনেসিয়াম
- ক্রোমিয়াম
- ক্লোলিন
- কপার
- ফসফরাস
ওজন কমাতে
আমরা সকলেই জানি টমেটো একটি পুষ্টিকর ও সুস্বাদ সবজি বা ফল এই টমেটো আমরা
বিভিন্নভাবে খেতে পারি যা আমাদের শরীরের বিভিন্ন উপকার করে থাকে আমরা হয়তো
অনেকেই জানিনা টমেটো আমাদের ওজন কমাতে বিশেষভাবে কার্যকরী টমেটো একটি অত্যন্ত
জনপ্রিয় খাদ্য উপাদান যা বিশ্বজুড়ে রান্নাঘরে ব্যবহৃত হয়ে থাকে
পুষ্টিগুনের জন্য এটি অনেকের প্রিয় টমেটো খেলে ওজন কমানোর বিষয়টি অনেকেরই মনে
প্রশ্ন জাগায় টমেটোর সবজিটিতে রয়েছে ভিটামিন সি লাইকোপিন ভিটামিন কে এবং
পটাশিয়াম সমৃদ্ধ এছাড়াও এতে রয়েছে ফাইবার এবং কম পরিমাণে ক্যালরি যা
স্বাস্থ্যকর খাদ্য তালিকার এক এ উপরের দিকে নিয়ে যায় টমেটোতে কম ক্যালোরি ও
উচ্চফাইবার সমৃদ্ধ
তাই এটি ওজন নিয়ন্ত্রণের জন্য আদর্শ খাবার করে তোলে ভাইবার পেট ভরা অনুভূতি দেয়
এবং খাদ্য গ্রহণের পরিমাণ কমাতে সাহায্য করে এছাড়াও টমেটো লাইকোপিন উপাদানটি
আন্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে যা শরীরের ওজন হ্রাস করতে সহায়তা করে
রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী কর
টমেটো আমাদের নিত্য দিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ঘরের খাবার
তৈরি করা থেকে শুরু করে বাইরের বিভিন্ন খাবারে যেমন চ্যাট বার্গার ইত্যাদি
খাবারের এই টমেটো ব্যবহার করা হয় আমরা ছোট ছোট কারণেই অসুস্থ বোধ করি বা
ক্লান্তি বোধ করি এর প্রধান কারণ হচ্ছে
আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম যদি মানবদেহে রোগ প্রতিরোধের ক্ষমতা কম
থাকে তাহলে যে কোন ছোট ছোট অসুখ আমাদের খুব সহজে আক্রমণ করতে পারে যা আমাদের
স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর যদি আপনি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান
তাহলে আপনার খাদ্য তালিকায় টমেটো রাখতে পারেন টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে
ভিটামিন সি যা রোগ প্রতিরোধের ক্ষমতা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম
তাছাড়াও এই টমেটো আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ নিরাময় করতে বিশেষভাবে কাজ
করে তাই বলা যায় নিয়মিতভাবে এই টমেটো খেলে সুন্দর ফলাফল পাওয়া যাবে
বিভিন্নভাবে যা আমাদের শরীর সুস্থ ও সুন্দর রাখতে বিশেষভাবে কাজ করে
ত্বক সুস্থ রাখতে
টমেটো সকলের পরিচিত একটি সবজি । এতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি এই টমেটো আমরা
সবাই সবজি নামে চিনলেও এটি আসলে এক প্রকারের ফল টমেটো আমাদের দেশের শীতকালের একটি
প্রধান সবজি এবং সালাত হিসেবে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ টমেটোর বেশি চাহিদা
সারাদেশে
আরো পড়ুনঃ টমেটো রস মুখে মাখলে যা হয়
এই টমেটো আমাদের ত্বক সুস্থ রাখতে সাহায্য করে আপনার ত্বক সুস্থ রাখতে নিয়মিত
টমেটো খান তাহলে আর কোন চিন্তা করা লাগবে না আপনার ত্বক হয়ে উঠবে সজীব টমেটোতে
বিদ্যমান ক্যারোটিন সূর্যের যেকোনো ক্ষতি থেকে আপনার ত্বককে রক্ষা করবে
আর এতে থাকা লাইকো পিন অতিবেগুনি রশির ক্ষতি কমাতে বিশেষভাবে কাজ করে থাকে ফলে
ত্বকে বলিরেখা পড়ার সম্ভাবনা থাকে না যার ফলে আপনার ত্বক থাকবে সুস্থ ও সুন্দর
অ্যাজমা নিয়ন্ত্রণে
টমেটো এটি সর্বদাই জনপ্রিয় কারণ এর আকর্ষণীয়তা ভালো স্বাদ ও উচ্চমানের পুষ্টিগুণ এবং বহুবিধি উপায় ব্যবহার যোগ্যতার ফলে এই টমেটো আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি রোগ নিয়ন্ত্রণ করতে সক্ষম তার মধ্যে উল্লেখযোগ্য
একটি হচ্ছে অ্যাজমা নিয়ন্ত্রণ করা বর্তমানে অনেকেই অ্যাজমা এই রোগটি ভুগছেন যাদের এই সমস্যা রয়েছে তারা চাইলে তাদের খাদ্য তালিকায় এই টমেটো সবজিটি রাখতে পারে যা দামেও সস্তা এবং সহজেই আপনার এই অসুখ নিয়ন্ত্রণ করতে সক্ষম
আরো পড়ুনঃ টমেটো বেশি খেলে কি কোন ক্ষতি হয় তা জানুন
আমরা প্রায় অনেকেই জানি এজমা নিয়ন্ত্রণের অন্যতম উপাদান হচ্ছে লাইকোপেন এবং ভিটামিন সি যা আমরা খুব সহজেই এই টমেটো থেকে পেয়ে যাব টমেটোতে বিদ্যমান এই দুইটি উপাদান খুব সহজেই আপনার অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে পারবে তাই যাদের অ্যাজমার সমস্যা রয়েছে তারা এই টমেটো তাদের খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারে
চর্মরোগ নিয়ন্ত্রণে টমেটো
টমেটো ফলটি দেখতেও আকর্ষণীয় এবং বিভিন্ন ভিটামিন ও পুষ্টিগুণে ভরপুর একটি সবজি
এই সবজিটি চর্মরোগ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর একটি উপাদান আপনার ত্বকে যদি কোন
সমস্যা থেকে থাকে তবে টমেটো ব্যবহার করে দেখতে পারেন আশা করি খুব ভালো উপকার
পাবেন
টমেটো রসে রয়েছে বিশিষ্ট কিছু উপাদান যা ত্বকের যে কোন রোগ নিরাময় করতে বেশ
ভালো কাজ করে । একটি টাটকা টমেটো নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে টমেটোর রস বের করে
নিতে হবে এবং সেই রস আপনার ত্বকে যেখানে সমস্যা রয়েছে সেই স্থানে হালকাভাবে
কিছুক্ষণ মাসাজ করুন
তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন আপনার সমস্যা
অনেকটাই দূর হয়ে যাবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই দিনে দুই থেকে তিনবার এই রস
ব্যবহার করতে হবে তাহলে আপনি অনেক সুন্দর একটা ফলাফল পাবেন
মুখের সৌন্দর্য ধরে রাখতে
আমরা অনেকেই মুখের সৌন্দর্য ধরে রাখতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা ফেসপ্যাক
ব্যবহার করে থাকি তারপরও দেখা যায় অনেক সময় ভালো ফলাফল পাওয়া যায় বা কোন
পার্শ্ব প্রতিক্রিয়া সমস্যায় পড়তে হয় আপনার মুখ সুন্দর রাখতে আপনি চাইলে এই
টমেটো ব্যবহার করে দেখতে পারেন
আরো পড়ুনঃ টমেটো মুখে মাখলে বেশি যে ক্ষতি হয়
আপনি ঘরে বসেই অতি সহজেই করতে পারবেন এক্ষেত্রে আপনাকে সর্ব প্রথমে একটি পরিষ্কার
টাটকা টমেটো নির্বাচন করতে হবে তারপর সেই টমেটো থেকে রস বের করে নিতে হবে তারপর
এই রসের সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিতে পারেন যার ফলে এর কার্যকারিতা আরো
বেড়ে যাবে
এবারে এই চিনি ও টমেটোর রসের মিশ্রণটিকে প্রতিদিন মুখে মাক্স হিসাবে ব্যবহার করতে
হবে এতে মুখের ত্বক মসৃণ ও কোমল হবে বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের
ছাপ পড়ে এই টমেটো দেওয়ার ফলে সেই সাপ দূর করা যেতে পারে এবং আপনার মুখ দেখাবে
আরও বেশি উজ্জ্বল ও সুন্দর
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
আমাদের মধ্যে অনেকেই উচ্চ রক্তচাপে ভুগছেন এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন
ধরনের চিকিৎসা ও ওষুধপত্র নিয়ে থাকেন তারপরও দেখা যায় অনেক সময় এই সমস্যা
সমাধান সঠিকভাবে হয় না এক্ষেত্রে আপনি টমেটো ব্যবহার করে দেখতে পারেন
যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার খাদ্য
তালিকায় নিয়মিত টমেটো রাখুন যা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে
উচ্চ রক্তচাপের সমস্যা যেকোনো রোগীর জন্য অনেক কঠিন একটি সমস্যা তাই এখন থেকে
প্রতিদিন সকালে খালি পেটে একটি করে টমেটো খাওয়া শুরু করুন সাথে কিছু চিনিও
মিশিয়ে নিতে পারেন এতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ইতিবাচক ভূমিকা রাখতে
সাহায্য করবে
আরো পড়ুনঃ টমেটো শরীরের আর কোন কোন কাজ করে থাকে
তাছাড়া যারা রক্ত স্বল্প বা অ্যানিমিনিয়াম ভুগছেন তাদের জন্য টমেটো বেশি উপকারী
একটি সবজি বা ফল একটি আপেল একটি টমেটোর এবং 15 গ্রাম তিল একসাথে খাবেন প্রতিদিন
এক বা দুইবার খেতে পারেন এতে রক্তস্বল্পতার সমস্যা ও অনেকটাই দূর হতে পারে এক
কথায় আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে টমেটো একটি কার্যকরী মাধ্যম
জ্বর নিরাময় করতে
সামান্য কারণে অকারনে অনেক সময় আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় বা জ্বর হয়
আর এর জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে থাকি আপনি যদি ঘরে বসেই এই সমস্যা
সারাতে চান তাহলে টমেটো খেতে পারেন টমেটো
আমাদের শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে আমাদের শরীরে তাপমাত্রা বাড়লেই আমরা
বলি জ্বর হয়েছে শরীরে ইনফেকশন হলে গায়ের তাপমাত্রা বাড়তে পারে তখন
অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে কিন্তু সামান্য জ্বর হলে অনেক সময় টমেটো খেলেই
আরাম পেতে পারেন এক্ষেত্রে টমেটো রসের সাথে তরমুজের রস মিশিয়ে খেতে পারেন
কিছুক্ষণ পরপর এই রস খেতে থাকুন অবশ্যই আপনার শরীরের তাপমাত্রা কমতে শুরু করবে
তাহলে এখন থেকে যদি আপনার শরীরে তাপমাত্রা একটু বেশি মনে হয় বা অস্বাভাবিক মনে
হয় তাহলে মেডিসিন না নিয়ে এই টমেটো রস খেয়ে দেখতে পারেন অবশ্যই আপনি ভালো
ফলাফল পাবেন
রক্তের ক্ষতি রোধ করে
টমেটো একটি এমন ফল বা সবজি যা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি খাবারের স্বাদ
বাড়ানোর পাশাপাশি খাবারের রং ঠিক রাখতে সাহায্য করে এই টমেটো এটি শুধু
রান্নাঘরেরই একটি উপযুক্ত উপকরণ নয় এই টমেটো আমাদের শরীরকে সুস্থ রাখতে নানাভাবে
সাহায্য করে থাকে আমাদের অনেকের অনেক সময় রক্তে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে
থাকে
যেমন রক্তে ইনফেকশন হওয়া রক্ত দূষিত ব্যাকটেরিয়ার ধরা পড়া ইত্যাদি এ রক্তে
ইনফেকশন হওয়া বা রক্ত দূষিত হওয়া এমন একটি সমস্যা যা থেকে আপনার মরণবিধি অসুখ
হতে পারে যেমন ক্যান্সার হওয়া ইত্যাদি তাই আমাদের উচিত খেয়াল রাখা যে আমাদের
রক্ত যেন সব সময় পরিষ্কার থাকে এর জন্য আমরা অবশ্যই আমাদের খাদ্য তালিকায় টমেটো
ফলটি রাখতে পারি
কেননা টমেটোতে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এবং ভিটামিন এই টমেটোতে বিশেষ
কিছু উপকরণ রয়েছে যা রক্ত পরিষ্কার করতে বা রক্তকে কোনরকম ইনফেকশন থেকে দূরে
রাখতে বেশ কার্যকরী তাই এখন থেকেই অভ্যাস করুন প্রতিদিন একটি করে টমেটো খাওয়া যা
আপনার বিভিন্নভাবে উপকার করবে
আরো জেনে নিন টমেটো খাওয়ার কিছু মাধ্যম বা নিয়ম
টমেটো এমন একটি ফল যা কাঁচা অবস্থাতেও খাওয়া যায় আবার রান্না করেও খাওয়া যায়
আমরা অনেকেই অনেকভাবে এই টমেটো খেয়ে থাকি তবে টমেটো যেভাবে খান না কেন উপকৃত
আপনি পাবেন
- টমেটো বিভিন্ন ধরনের সবজিতে দেওয়া হয়ে থাকে যা সবজির স্বাদ আরো বাড়াতে সাহায্য করে
- টমেটো অনেক সময় মাংসে দিয়ে রান্না করা হয় যা খেতে ভীষণই সুস্বাদু
- অনেকেই টমেটো জুস করে বা রস করে খেয়ে থাকে
- টমেটো শালাত হিসেবে ও বেশ পরিচিতি আমরা অনেকেই টমেটোর সালাত বানিয়ে খাই
- অনেকেই টমেটোর ভর্তা বানিয়ে খেয়ে থাকি টমেটোর ভর্তা খেতে বেশ মজা
শেষ কথা টমেটোর উপকারিতা সম্পর্কে জেনে নিন
প্রিয় পাঠক বিন্দু আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন টমেটো আমাদের কতটা প্রয়োজনীয়
এবং কি ধরনের প্রয়োজনীয়তা মিটিয়ে থাকে আমাদের জীবনে টমেটোর উপস্থিতি অত্যন্ত
সাধারণ মনে হলেও এর গুনাগুন অনেক এই লাল রঙের ফল বা সবজিটি আমাদের খাবারের স্বাদ
ও রং দেওয়ার পাশাপাশি আমাদের স্বাস্থ্যের অনেক উপকার বয়ে আনে
এই আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে
আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না আর্টিকেলটি পড়ে যদি আপনাদের কোন মতামত জানানো
থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন
এরকম আরো নতুন নতুন স্বাস্থ্যবিধি আর্টিকেল পেতে
আমাদের ওয়েবসাইটটি তে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url