করলা খেয়ে সুস্থ থাকুন ও করলার উপকার গুলি জেনে নিন
alif
5 Jul, 2024
আপনি কি করলার উপকারিতা জানার জন্য এই আর্টিকেলটিতে প্রবেশ করেছেন তাহলে আপনি
একদম ঠিক জায়গাতে এসেছেন আজকের এই আর্টিকেলে শুরু থেকে শেষ পর্যন্ত করলার
উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে একটি পুষ্টিকর ও ভিটামিনযুক্ত খাবার
এটি আমাদের শরীরকে ভালো ও সুস্থ রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে
সহায়তা করে থাকে
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা করলার উপকারিতা সম্পর্কে জানেনা তো চলুন এখন
জেনে নেওয়া যাক করলার উপকারিতা কি কি
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অতিরিক্ত ওজন নিয়ে বেশ প্ররোশনের মধ্যে আছে
শরীরের অতিরিক্ত ওজন চর্বি আমাদের জন্য বেশ ক্ষতিকর এটি বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ
নিয়ে আসতে সহায়তা করে অতিরিক্ত ওজন কমাবার জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম
হাটাহাটি বিভিন্ন ধরনের খাবার থেকে বিরতি থাকা ইত্যাদি মাধ্যমগুলো বেছে নেওয়া
হয়
তবে আপনি চাইলে আপনার খাবার তালিকায় কিছু খাদ্য সাহায্যে অতিরিক্ত ওজন কমাতে
পারেন করলা সবজিটির সাথে আমরা সবাই প্রায় পরিচিতি এটির সাদ তিতা এটিতে রয়েছে
বিভিন্ন ধরনের পুষ্টি ও ফাইবার শরীরে অতিরিক্ত ওজন বা চর্বি কমাতে করলা একটি
গুরুত্বপূর্ণ মাধ্যম যদি আপনি নিয়মিত করলা আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে খুব
সহজে
আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনি চাইলে করলা জুস করে প্রতিদিন খেতে পারেন
যা আপনার ওজন কমাতে সহায়তা করবে তাই ঘরোয়া ভাবে আপনার অতিরিক্ত ওজন কমাতে আপনার
খাদ্য তালিকায় নিয়মিত করোলা রাখুন যা আপনার ওজন কমানোর পাশাপাশি বিভিন্ন ধরনের
রোগ থেকে দূরে রাখতে সহায়তা করবে
অ্যান্টিঅক্সিডেন্ট এর ভান্ডার
করলা তিতা হওয়ার কারণে অনেকেই অপছন্দ করে থাকেন তবে এর পুষ্টিগুলো ও গুনাগুন
সম্পর্কে জানলে অবশ্যই আপনি করা করোলা
আর অবহেলা করবেন না এটি আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকার করে থাকে প্রচুর
পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীর সুস্থ ও ভালো রাখতে সহায়তা
করে
তাছাড়া করোলাতে রয়েছে প্রোটিন আয়রন ফাইবার ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফরাস
সোডিয়াম জিংক কপার সহ আরো অনেক ভিটামিন ও মিনারেল তাছাড়াও এই করোলা রয়েছে
ভিটামিন সি ভিটামিন এ ফলেট পলিফেনাল ইত্যাদি
হজম শক্তি বৃদ্ধি করে
হজম শক্তি বৃদ্ধি করতে করলা একটি গুরুত্বপূর্ণ খাবার আমাদের মধ্যে অনেকে রয়েছে
যাদের হজমে সমস্যা রয়েছে হজম প্রক্রিয়াটি এমন একটি প্রক্রিয়া যা নিয়ন্ত্রণে
না থাকলে আমাদের পরিপাকতন্ত্র সুস্থ ও ভালো থাকতে পারবেনা
তাছাড়াও ঠিকমতো হজম না হলে আমাদের শরীরে বাধে বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ তাই
আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের শরীরের হজম শক্তি নিয়ন্ত্রণে থাকে আমরা
বাঙালি যে কোন খাবারে বেশি তেল মশলা এবং ভাজাপোড়া খাবার খুব পছন্দ করে থাকি এ
সকল খাবার গুলো অনেক সময় আমাদের পেটে ঠিকমতো হজম হয় না যার ফলে বিভিন্ন ধরনের
সমস্যা দেখা দেয় এক্ষেত্রে আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন করোলা
করোলাতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি ও ফাইবার যা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা
করে করলাতে বিদ্যমান বিশিষ্ট উপাদান আমাদের পেটে গিয়ে ক্ষতিকারক
ব্যাকটেরিয়া ও দূষিত বজ্র বের করতে সহায়তা করে তাই আপনার হজম শক্তি বৃদ্ধিতে
এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে নিয়মিত খাদ্য তালিকায় করলা রাখার চেষ্টা
করুন
হার্ট ভালো রাখে
করলা সবজি তিতা হয় এটি অনেকের কাছেই অপছন্দনীয় করলাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও
পুষ্টি থাকায় আমাদের সকলকে এই সবজিটি খাওয়া উচিত করোলা সবজি আমাদের শরীরে জন্য
একটি প্রয়োজনীয় খাবার এতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি ও গুনাগুন যা আমাদের
সুস্থ রাখতে সহায়তা করে
পাশাপাশি আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করে থাকে বিশেষজ্ঞদের
মতে হার্ট ভালো রাখতে করলা বেশ উপকারী করলাতে রয়েছে বিশেষ ধরনের অ্যান্টিঅক্সাইড
যা আমাদের শরীরে প্রবেশ করে রক্তের সাথে মিশে ক্ষতিকর কোলেস্টেরলের সাথে যুদ্ধ
করতে সক্ষম হার্টের যে কোন সমস্যা বা অসুখের প্রতিকার হিসেবে খাদ্য তালিকা
নিয়মিত করলা রাখতে পারেন
করলাতে বিশেষ ধরনের উপাদান রয়েছে যা হার্ট ভালো রাখতে সহায়তা করে করলা আপনি
চাইলে করলার জুস করেও খেতে পারেন করলার জুস আমাদের শরীরের জন্য একটি পুষ্টিকর
খাবার এবং উপকারী খাবার
বাতের ব্যথার জন্য উপকারী
বাতের ব্যথা উপসম্ম করতে করলা একটি উপযোগী খাবার আমাদের মধ্যে অনেকেই রয়েছে
যাদের বাতের সমস্যা রয়েছে বিশেষ করে মহিলাদের মধ্যে এই বাতের সমস্যা বেশি দেখা
যায় বাতের ব্যথা বেশ কষ্টের আর বাতের ব্যথা নিয়ন্ত্রণে অনেকেই বিভিন্ন ধরনের
ওষুধ ও মেডিসিন খেয়ে থাকে
তবে আপনি চাইলে ঘরোয়া ভাবে চেষ্টা করে দেখতে পারেন আপনার বাতের ব্যথা উপশম করার
এক্ষেত্রে আপনাকে নিয়মিত আপনার খাদ্য তালিকায় করলা রাখতে হবে করলাতে বিশেষ
ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও উপাদান রয়েছে যা বাতের ব্যথা উপশম করতে সহায়তা
করে
তাছাড়াও আপনি যদি প্রতিদিন করলার জুস খেতে পারেন তবে এটি আরো বেশি কার্যকরী
মাধ্যম তাই আপনার বাতের ব্যথা উপশম করতে বা নিরময় করতে নিয়মিত করলার জুস বা
করলা আপনার খাদ্য তালিকায় রাখুন
ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে
করলা সবজিটির সাথে আমরা প্রায় সকলেই পরিচিতি অনেকের কাছে এ খাবারটি রুচি কর এবং
পছন্দনীয় আবার অনেকের কাছে এটি তেতো হয় অপছন্দনীয় তবে করলাতে রয়েছে বিভিন্ন
ধরনের পুষ্টি ও উপাদান যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী
তাই আমাদের নিয়মিত করোলা সবজি খাওয়া উচিত ক্যান্সার প্রতিরোধে করলা বিশেষভাবে
সহায়তা করে থাকে করোলাতে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরে
প্রবেশ করে রক্তের সাথে মিশে ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোকে ধ্বংস করতে সক্ষম
ক্যান্সার এমন একটি সমস্যা এটি যদি আমাদের ধরে তাহলে
এই অসুখ আমাদের মৃত্যুর কারণও হতে পারে তাই অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে
ক্যান্সার প্রতিরোধে ব্যবস্থা করা বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে যেমন ব্লাড
ক্যান্সার স্থান ক্যান্সার ইত্যাদি ক্যান্সার প্রতিরোধে আপনার খাদ্য তালিকায়
নিয়মিত করোলা রাখার চেষ্টা করুন যা ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোকে ধ্বংস করতে
বা নিরাময় করতে সহায়তা করে
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে করোলা একটি গুরুত্বপূর্ণ খাবার যদি আমাদের শরীরে
রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে তাহলে আমরা যে কোন ছোটখাটো অসুখে মধ্যেই থাকি
তাছাড়াও আমাদের শরীর ভীষণ ক্লান্ত অনুভব হয় তাছাড়াও খেয়াল করলে বুঝতে
পারবেন
কারণে অকারণে অসুস্থ হয়ে পড়া আসলে এগুলোর প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরের রোগ
প্রতিরোধের ক্ষমতা কম থাকায় যদি আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা
নিয়ন্ত্রণের না থাকে তাহলে এ ধরনের ছোটখাটো অসুখ লেগেই থাকে তাই আমাদের খেয়াল
রাখতে হবে যেন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে থাকে
এক্ষেত্রে আপনি করোলা খেতে পারেন করলাতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি ও ভিটামিন
যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে করলায় উপস্থিতি ভিটামিন এবং
খনিজ পদার্থ বিশেষ করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে থাকে
এবং ছোটখাটো অসুখের সাথে সংক্রমনের বিরুদ্ধে লড়াই করে
ত্বক ভালো রাখে
ত্বক ভালো রাখতে করলা একটি উপযোগী খাবার ত্বক ভালো রাখতে সাধারণত আমরা বিভিন্ন
ধরনের ফেসপ্যাক বা ক্রিম ব্যবহার করে থাকি তবে বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমেও এই
ত্বক ভালো রাখা সম্ভব যদি আপনি নিয়মিত করোলা খান
তাহলে আপনার ত্বক উজ্জ্বল ও দাগ মুক্ত থাকবে তাছাড়াও আমাদের ত্বকে বেশ মৃত কোষ
থাকে যা আমাদের ত্বক ও শারীরিক সৌন্দর্য নষ্ট করে করলাতে বিশেষ ধরনের
অ্যান্টিঅক্সিডেন্ট বা উপাদান রয়েছে যা ত্বকের মৃত কোষগুলোকে সজীব করতে সহায়তা
করে তাছাড়াও বার্ধক্যের ছাপ দূর করতে বিশেষভাবে কাজ করে
এই করলা অনেক কারণেই আমাদের ত্বকে কালচে বা বিভিন্ন ধরনের কালো দাগ থাকে অনেক
ক্ষেত্রে এ কালো দাগ নিরাময় সহায়তা করে থাকে তাই আপনার ত্বক ভালো রাখতে নিয়মিত
খাদ্য তালিকায় করলা রাখার চেষ্টা করুন যা আপনার ত্বক সুন্দর ও ভালো রাখার
পাশাপাশি আপনার শরীরকে রাখবে সুস্থ
চোখ ভালো রাখে
চোখ আমাদের শরীরে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ তাই চোখের ব্যাপারে বা চোখের যত্নে কোন বেখেয়ালিপনা চলবে না চোখের যে কোন ধরনের সমস্যা বা ক্ষতির জন্য আমাদের আগ থেকেই প্রতিকার হিসাবে কিছু খাবার খাদ্য তালিকায় রাখা উচিত চোখ ভালো রাখতে করলা
একটি গুরুত্বপূর্ণ খাবার করোলা তে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর আমরা সবাই জানি ভিটামিন এ আমাদের চোখের জন্য কতটা উপকারী তাই আমাদের সকলের উচিত খাদ্য তালিকায় করলা রাখা যা আমাদের চোখ ভালো রাখতে সহায়তা করবে তাছাড়াও একটু বয়স হলেই দেখা যায় চোখে ঠিকমতো দেখা যায় না
যেমন আবছা দেখা বা অন্ধকার দেখা তাছাড়াও দূরে জিনিস ঠিকমতো না দেখতে পাওয়া ইত্যাদি এর কারণ হচ্ছে আমাদের চোখের দৃষ্টি শক্তি কম থাকা করলা আমাদের চোখের দৃষ্টি শক্তি বাড়াতেও সহায়তা করে থাকে তাই অবশ্যই আপনার চোখ ভালো রাখতে আপনার খাদ্য তালিকায় নিয়মিত করোলা রাখুন
শেষ কথা, করলা খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিন
প্রিয় পাঠক বন্ধুরা, আমি আশা করি এই আর্টিকেলটি থেকে খুব সহজেই করলার উপকারিতা
সম্পর্কে আপনারা সুন্দর জানতে পারবেন তাই আর দেরি না করে এই আর্টিকেলটি শুরু থেকে
শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলুন
আর জেনে নিন করলা আপনার জন্য কতটা উপকারী করলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও
পুষ্টিগুণ এবং এন্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীর বিভিন্ন ধরনের পুষ্টি যোগানের
পাশাপাশি বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ নিরাময়ের সহায়তা করে থাকে তাই অবশ্যই চেষ্টা
করুন করলাটি আপনার খাদ্য তালিকায় রাখা
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url