ফিটকিরি ব্যবহার করার উপকার ও অপকার সম্পর্কে বিস্তারিত জানুন
প্রিয় পাঠক বন্ধুরা আপনারা কি ফিটকিরির উপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে
আমাদের আর্টিকেলের সাথেই থাকুন আজকের আর্টিকেলে শুরু থেকে শেষ পর্যন্ত ফিটকিরির
উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে অ্যান্টি বায়োটিরিয়াল এবং আন্টি
মাইক্রোবিয়াল গুন সম্পূর্ণ ফিটকিরি প্রধানত আমরা পানি পরিষ্কার করতে
এই ফিটকিরি ব্যবহার করে থাকি তবে আমরা অনেকেই জানি না যে ফিটকিরির আরো অনেক
উপকারিতা আছে বা আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন তো চলুন এখন জেনে নেওয়া যাক
ফিটকিরি উপকারিতা সম্পর্কে
সূচিপত্রঃ ফিটকিরির উপকারিতা সম্পর্কে জেনে নিন
নিচের যে অংশ পড়তে চান ক্লিক করুন
- ফ্রিজে দুর্গন্ধ দূর করতে সহায়তা করে
- রান্নাঘর পরিষ্কার বা ঝকঝকে করতে
- ত্বক ভালো রাখতে
- দাঁতের জন্য উপকারী
- ব্রণ নিরাময় করতে
ফ্রিজে দুর্গন্ধ দূর করতে সহায়তা করে
ফ্রিজে দুর্গন্ধ দূর করতে আমরা ফিটকিরি ব্যবহার করতে পারি ফ্রিজের যেকোনো ধরনের
দুর্গন্ধ নিরাময় করতে বিশেষভাবে সহায়তা করে থাকে বিভিন্ন কারণে আমাদের ফ্রিজ
দুর্গন্ধ হয়ে থাকে বিশেষ করে নরমাল অংশ ফ্রিজের নরমাল অংশে আমরা বিভিন্ন ধরনের
খাবার রেখে থাকি
বিভিন্ন ধরনের খাবার রাখার কারণে আমাদের ফ্রিজে অনেক সময় দুর্গন্ধ হয় কেননা
ফ্রিজ সব সময় বন্ধই থাকে যার ফলে যে কোন গন্ধ ফ্রিজ থেকে বাইরে বের হতে পারে না
তাই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ফ্রিজ খোলা মাত্রই কেমন একটা দুর্গন্ধ বা গ্যাস
লাগে আসলে এই দুর্গন্ধ বিভিন্ন ধরনের খাবার একই জায়গায় রাখার কারণে হয়ে
থাকে
এই দুর্গন্ধ দূর করতে ফিটকিরি বেশ সহায়তা করে আপনি যদি ফ্রিজের দুর্গন্ধ নিরাময়
করতে চান তাহলে অবশ্যই ফিটকিরিকে প্রথমে গুঁড়ো করে একটি পাত্রে নিবেন তারপর
ফ্রিজের এক কোণে রেখে দিবেন যার ফলে দেখা যাবে ফ্রিজে আর কোন ধরনের দুর্গন্ধ
থাকবে না তাছাড়াও এই ফিটকিরি ঘামের দুর্গন্ধ নিরাময় করতেও বেশ সহায়তা
করে
যাদের শরীর বেশি ঘামায় ঘামের কারণে আমাদের শরীরে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ
নিরাময় করতে ফিটকিরি পারেন ব্যবহার করতে পারেন
রান্নাঘর পরিষ্কার ও ঝকঝকে করতে
রান্নাঘরে তিন বেলার খাবার তৈরিতে বেশ সময় দিতে হয় তাই আমাদের সকলের উচিত
রান্নাঘর পরিষ্কার ঝকঝকে এবং জীবাণু মুক্ত রাখা রান্নাঘর পরিষ্কার ও ঝকঝকে এবং
জীবাণু মুক্ত রাখতে ফিটকিরি একটি বিশেষ মাধ্যম খাবার তৈরি করার কারণে অনেক সময়
রান্না ঘরেই বাই করতে হয়
আরো পড়ুনঃ ফিটকিরি যে নিয়মে মুখে মাখবেন
এবং রান্নার কাজে বিভিন্ন ধরনের তরকারি ছোবা মসলার ইত্যাদির ছোবা বাসনা মেঝেতে
থাকে যার ফলে রান্না ঘরের মেঝেতে বিভিন্ন ধরনের দাগ বা জীবাণু সৃষ্টি হয় রান্না
ঘরের মেঝে এই বিভিন্ন ধরনের দাগ ও জীবাণু মুক্ত করতে ফিটকিরি বিশেষভাবে সহায়তা
করে এর জন্য এক বালতি পানিতে বড় এক টুকরো ফিটকির মিশিয়ে নিন
এবারে ওই ফিটকির মেশানো পানিতে আপনার রান্নাঘরের মেঝে মুছুন দেখবেন আপনার
রান্নাঘর চকচকে হয়ে গেছে পাশাপাশি বিভিন্ন ধরনের জীবাণু নিরাময় সহায়তা করে এই
ফিটকিরি অনেক সময় দেখা যায় রান্নাঘরে বিভিন্ন ধরনের তরকারির কস বা দাগ মেঝেতে
লেগে থাকে যা উঠানো কষ্টকর হয়ে পড়ে এই দাগ বা কস উঠাতে ফিটকিরি বেশ সহায়তা
করে
তাছাড়াও আপনার রান্নাঘর পরিষ্কার ও চকচক রাখার পাশাপাশি রান্নাঘর কে জীবাণুমুক্ত
রাখবে এই ফিটকিরি সহায়তা করে তাই নিয়মিত আপনার রান্নাঘর পরিষ্কার রাখতে ও
জীবাণু মুক্ত রাখতে ফিটকিরি ব্যবহার করুন
ত্বক ভালো রাখতে
ত্বক ভালো রাখতে ফিটকিরি একটি উপযোগী বা উপকারী উপকরণ ত্বক ভালো রাখতে আমরা কত কি
না করে থাকি তবে আমরা অনেকেই জানি না যে ত্বক ভালো ও সুন্দর রাখতে ফিটকিরি
বিশেষভাবে সাহায্য করে আপনার শরীরের ত্বক ভালো রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের
জীবাণু থেকে নিরাময় করবে
এর জন্য আপনাকে আপনার গোসলের পানিতে পরিমাণমতো ফিটকিরি মিশিয়ে নিতে হবে তারপর
সেই ফিটকিরি মেশানো পানিতে গোসল করতে হবে এতে করে আপনার ত্বক ভালো থাকার পাশাপাশি
জীবাণুমুক্ত হবে তাছাড়াও আমাদের শরীরের বিভিন্ন ধরনের দুর্গন্ধ নিরাময় করতে
বিশেষভাবে কাজ করে এই ফিটকিরি বিশেষ করে গরমের সময় অতিরিক্ত গরমের কারণে আমাদের
শরীর থেকে যে ঘাম নির্গত হয় তার থেকে বিভিন্ন ধরনের জীবাণু এবং দুর্গন্ধ সৃষ্টি
হয় যা আমাদের জন্য বেশ ক্ষতিকর এক্ষেত্রে আপনি
আরো পড়ুনঃ যে টাইমে ফিটকিরি মুখে ঘষবেন
যদি নিয়মিত আপনার গোসলের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করতে পারেন তাহলে আপনার
শরীরে যে কোন জীবাণু দূর হবে সাথে সাথে ঘামের দুর্গন্ধ নিরাময় হবে তাই যদি আপনি
চান আপনার ত্বক সুন্দর ও ভালো রাখার পাশাপাশি দুর্গন্ধ এবং জীবাণুমুক্ত থাকুক
তাহলে নিয়মিত আপনার গোসলের পানিতে ফিটকিরি মেশানোর অভ্যাস করুন
দাঁতের জন্য উপকারী
আমাদের মধ্যে অনেকেরই দাঁতের সমস্যা রয়েছে দাঁতের সমস্যা সারাতে ফিটকিরি একটি
ভীষণ উপযোগী এবং গুরুত্বপূর্ণ উপকরণ যদি আপনি ফিটকিরি নিয়মিত ব্যবহার করতে পারেন
তাহলে আপনার দাঁতের যে কোন সমস্যার সমাধান হবে খুব সহজেই আমাদের দাঁতে ফাঁকে
বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে বা বাসা বেধে থাকে
এই ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলো আমাদের জন্য বেশ ক্ষতিকর যা মুখের বিভিন্ন ধরনের
দুর্গন্ধ তৈরি করে তাছাড়া দাঁতের ও দাঁতের মাড়ির বেশ ক্ষতি করে থাকে এর জন্য
আপনি যদি এক গ্লাস ফুটন্ত গরম পানিতে পরিমাণমতো ফিটকিরি মিশিয়ে সে পানি ঠান্ডা
করে ভালো মতো কুলকুচি করেন তাহলে খুব সহজেই এই ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলি ধ্বংস
হয়ে যাবে যার ফলে আপনার দাঁত থাকবে সুন্দর ও মজবুত তাছাড়াও বিভিন্ন ধরনের খাবার
খাওয়ার কারণে
আমাদের মুখের ভিতরে বেশ দুর্গন্ধ তৈরি হয় এই দুর্গন্ধ নিরাময় করতে ফিটকিরি বেশ
সাহায্য করে থাকে আপনি চাইলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ফুটন্ত গরম
পানিতে সামান্য পরিমাণে লবণ ও ফিটকিরির গুঁড়া মিশিয়ে নিয়ে সেই পানি ঠান্ডা করে
ফুলকুচি করতে পারেন যার ফলে আপনার মুখের ভিতর যে কোন দুর্গন্ধ সহ ক্ষতিকর
ব্যাকটেরিয়া নিরাময় হবে তাছাড়াও এই ফিটকিরি ব্যবহারে আপনার দাঁতের মাড়ি শক্ত
ও মজবুত হতে সহায়তা করে
ব্রণ নিরাময় করতে
ফেস এর ব্রণ নিরাময় করতে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি তারপরও
অনেক সময় দেখা যায় সঠিক ও ভালো ফলাফল পাওয়া যায় না এক্ষেত্রে আপনি ফিটকিরি
ব্যবহার করে দেখতে পারেন ফিটকিরিতে রয়েছে এমন কতগুলি উপকরণ যা ব্রণ নিরাময় করতে
সহায়তা করে এবং মুখের যেকোনো কালো দাগ এবং বয়সের ছাপ নিরাময় করতে সাহায্য করে
থাকে
আর এই সমস্যাগুলোর সমাধানের জন্য আপনাকে নিয়মিত ফিটকিরি ব্যবহার করতে হবে এর
জন্য আপনাকে ফিটকিরি দিয়ে একটি ফেসপ্যাক বাড়িতে বানিয়ে নিতে হবে এর জন্য
আপনাকে প্রথমে এক চা চামচ মুলতানি মাটি ২ চা চামচ ডিমের সাদা অংশ এবং এক চা চামচ
ফিটকিরির গুঁড়া একটি পরিষ্কার পাথরে নিতে হবে তারপর প্রায় পাঁচ মিনিট এই সবগুলো
মিশ্রণ একত্রে নাড়তে থাকতে হবে এবং একটি সুন্দর ফেসপ্যাক তৈরি করে নিতে
হবে
এবারে আপনি আপনার ত্বকে হালকা ভাবে মেসেজ করুন এবং 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন
তারপর ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করতে পারেন খুব
সহজে আপনার ব্রণ নিরাময় করার পাশাপাশি বিভিন্ন ধরনের দাগ এবং বয়সের ছাপ দূর
করতে সহায়তা করবে তাই আপনার ত্বক ব্রণ মুক্ত ও সুন্দর রাখতে এবং লাবণ্যময় রাখতে
নিয়মিত আপনার রূপচর্চায় ফিটকিরি রাখুন
শেষ কথা, ফিটকিরির উপকারিতা সম্পর্কে জেনে নিন
প্রিয় পাঠক বন্ধুরা আপনারা নিশ্চয়ই এখন ফিটকিরির উপকারিতা সম্পর্কে জানতে
পেরেছেন এই আর্টিকেলটিতে আমি ফিটকিরির কিছু উপকারিতা আপনাদের সামনে তুলে ধরার
চেষ্টা করেছি ইতিমধ্যেই আপনি যদি ফিটকিরির উপকারিতা সম্পর্কে না জেনে থাকেন তাহলে
আমাদের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলুন আমি আশা করি আপনার সুন্দর
একটি ধারণা আসবে ইনশাল্লাহ
আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন বা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না
এরকম আরো নতুন নতুন আর্টিকেল পেতে
আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন
এতক্ষন আমাদের আর্টিকেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন
ভালো থাকবেন আল্লাহ হাফেজ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url