কালোজিরা কি কালোজিরা খাওয়ার উপকার গুলি জেনে নিন
প্রিয় পাঠক বন্ধুরা আপনি কি কালোজিরার উপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে
আমাদের আর্টিকেলের সাথেই থাকুন এবং জেনে নিন কালোজিরা আমাদের মানব দেহের জন্য
কতটা জরুরী ও প্রয়োজনীয় একটি খাবার কালোজিরার বহু উপকারিতা রয়েছে কালোজিরা
আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে থাকে
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কালোজিরার উপকারিতা সম্পর্কে জানেনা তাহলে চলুন
আজকে এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক কালোজিরা উপকারিতা সম্পর্কে
সূচিপত্রঃ কালোজিরার উপকারিতা সম্পর্কে জেনে নিন
নিজের যে অংশ পড়তে চান ক্লিক করুন
- স্মরণ শক্তি বৃদ্ধি করে
- মাথা ব্যথা নিরাময়ে
- ঠান্ডা বা সর্দি সারাতে
- বাতের ব্যথা নিরাময়
- হার্টের জন্য উপকারী
- চর্মরোগ নিরাময়ে
- হাঁপানি রোগ সারতে সহায়তা করে
- রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
- জৈবশক্তি বৃদ্ধি করে
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
- দুধদান কারিনী মায়ের দুধ বৃদ্ধির ক্ষেত্রে
- জন্ডিস বা জন্ডিস পাল ভার এর জন্য উপকারী লিভারের জন্য উপকারী
- ত্বক ভালো রাখতে
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
- ঘুম নিয়ন্ত্রণে রাখে
- চুল বৃদ্ধি করতে
স্মরণশক্তি বৃদ্ধি করে
স্মরণশক্তি বৃদ্ধিতে কালোজিরা একটি মহা ঔষধ বললেই চলে অন্যান্য অন্যান্য খাবার বা
পুষ্টি যে হারে আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি বা সুস্থ রাখে তার চেয়ে দ্বিগুণ
পরিমাণে কালোজিরা আমাদের স্মরণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে
কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক এই কালোজিরা আমাদের মস্তিষ্কে রক্ত
সঞ্চালনের বৃদ্ধি করতে পারে পর্যাপ্ত পরিমাণ রক্ত আমাদের মস্তিষ্কে সঞ্চালনের ফলে
আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হয় তাই স্মৃতিশক্তি বৃদ্ধি করতে বা মস্তিষ্ক ঠিক
রাখতে আপনার খাদ্য তালিকায় নিয়মিত কালোজিরা রাখুন এর জন্য আপনি এক কাপ র চায়ের
সাথে কালোজিরা খেতে পারেন
আরো পড়ুনঃ কালোজিরা রেগুলার কি পরিমাণ খাওয়া উচিত
তাছাড়াও কমলার রস বা পুদিনা পাতার রসের সাথে পরিমাণ মতো কালোজিরা মিশিয়ে বা
কালোজিরার তেল মিশিয়ে খেতে পারেন যা আপনার স্মরণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে
মাথা ব্যথা নিরাময়
কালোজিরা এমন একটি খাবার যাকে ওষুধ বললেই চলে কালোজিরা আমাদের শরীরকে সুস্থ ও
ভালো রাখতে সহায়তা করে মাথাব্যথা আমাদের সবার জন্য কমন একটি সমস্যা তাই আপনার
যদি মাথাব্যথা হয় তাহলে আপনি কোন ওষুধ বা মেডিসিন গ্রহণ না করে কালোজিরার
মাধ্যমে মাথা ব্যথা নিরাময়ের চেষ্টা করে দেখতে পারেন
এর জন্য আপনাকে মধুর সাথে পরিমাণ মতো কালোজিরা দিনে তিনবার সেবন করতে হবে এর
পাশাপাশি কালোজিরা তেল মাথায় নিয়মিত মালিশ করতে হবে তাহলেই খুব সহজেই কোন ওষুধ
বা মেডিসিন ছাড়াই কালোজিরার মাধ্যমে আপনার মাথা ব্যথা সেরে উঠবে
ঠাণ্ডা বা সর্দি সারাতে
কালোজিরা হচ্ছে যে কোন অসুখের মহা ওষুধ ঠান্ডা বা সর্দি জ্বর নিরাময় করতে
কালোজিরা সহায়তা করে যদি আপনার ঠাণ্ডা সমস্যা হয় তাহলে দিনে তিনবার এক চা চামচ
কালোজিরা বা কালোজিরা তেল এর সাথে পরিমাণ মতো মধু এবং তুলসী পাতার রস একসাথে করে
খেতে হবে তাহলে
খুব সহজে এবং খুব দ্রুত আপনার ঠাণ্ডা বা সর্দি সেরে যাবে আপনি চাইলে র চায়ের
সাথে কালোজিরার তেল মিস করে খেতে পারেন যা আপনার ঠান্ডা ছাড়তে সহায়তা করবে
শিশুদের বা যে কোন বয়সের মানুষের ঠান্ডা সারতে মধু কালোজিরা এবং তুলসী পাতার রস
সবচাইতে উত্তম ওষুধ হিসেবে কাজ করে থাকে
বাতের ব্যথা নিরাময়
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের বাতের সমস্যা রয়েছে বিশেষ করে মহিলাদের এ
সমস্যাটি বেশি দেখা যায় এই সমস্যা সারাতে অবশ্যই আপনি কালোজিরা তেল ব্যবহার করতে
পারেন
আপনি যদি নিয়মিত কালোজিরার তেল আপনার আক্রান্ত স্থানে হালকাভাবে নিয়মিত মালিশ
করতে পারেন তাহলে অনেকটাই বাতের ব্যথা নিরাময় হবে তাছাড়াও বাতের ব্যথা নিরাময়ে
প্রতিদিন এক চা চামচ মধুর সাথে পরিমাণ মতো কালোজিরার তেল মিশিয়ে খেতে পারেন যা
আপনার বাতের ব্যথা নিরাময় সহায়তা করবে কালোজিরার
আরও বেশি কার্যকারিতা পাওয়ার জন্য আপনি কাঁচা হলুদের রসের সাথে ব্যবহার করতে
পারেন এজন্য আপনাকে এক চা চামচ কাঁচা হলুদের রস এর সাথে মধু এবং সমপরিমাণ
কালোজিরা তেল মিশিয়ে প্রতিদিন দুইবার সেবন করতে হবে যার ফলে খুব সহজে বাতের
ব্যথা নিরাময় হওয়ার সম্ভাবনা রয়েছে
হার্টের জন্য উপকারী
হার্ট ভালো রাখতে কালোজিরা একটি উপযোগী খাবার কালোজিরাতে রয়েছে বিভিন্ন ধরনের
অ্যান্টিঅক্সাইড ও ফাইবার যা আমাদের হার্ট ভালো রাখতে সহায়তা করে থাকে
তাই আমাদের নিয়মিত খাদ্য তালিকায় কালোজিরা রাখা উচিত যা আমাদের হাট ভালো রাখার
পাশাপাশি আমাদের শরীরকে ভালো ও সুস্থ রাখতে সহায়তা করে হার্টের যেকোনো সমস্যা
থেকে রক্ষা পেতে বা হাটকে সুরক্ষা রাখতে নিয়মিত এক কাপ দুধের সাথে এক চা চামচ
কালোজিরা তেল মিশিয়ে খেতে পারেন
যদি আপনি নিয়মিত দুধের সাথে কালোজিরা খেতে পারেন তাহলে আপনার হার্ট যেকোনো
সমস্যা থেকে রক্ষা পাবে
চর্মরোগ নিরাময়ে
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের চর্ম রোগের সমস্যা রয়েছে বিশেষ করে এ চর্মরোগ
অতিরিক্ত গরমের সময় দেখা যায় বেশি চর্ম রোগের সমস্যার সমাধানের জন্য নিয়মিত
কালোজিরার তেল ব্যবহার করতে পারেন
আরো পড়ুনঃ কালোজিরা না খেলে যে রোগ গুলি দেখা দেয়
আপনার শরীরের যে স্থানে চর্ম রোগের সমস্যা রয়েছে সেখানে পরিষ্কার পানি দিয়ে
ভালোমতো ধুয়ে কালোজিরা তেল হালকা ভাবে মাসাজ করতে হবে নিয়মিত যার ফলে আপনার
চর্মরোগ নিয়ন্ত্রণে আসবে তা ছাড়াও আপনার যদি চর্মরোগ না থাকে তারপরও নিয়মিত এই
তেল ব্যবহার করেন
তাহলে আপনার কোন ধরনের চর্ম রোগ হওয়ার সম্ভাবনা থাকে না তাই অবশ্যই নিয়মিত এই
কালোজিরা তেল আমাদের ব্যবহার করা উচিত যা আমাদেরকে বিভিন্নভাবে ভালো রাখতে
সহায়তা করবে
হাঁপানি রোগ সারাতে সহায়তা করে
হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা সারাতে কালোজিরা একটি উপকারী খাবার যাদের হাঁপানি
বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে
তারা যদি নিয়মিত কালোজিরা সেবন করে তাহলে হাঁপানি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে
এক্ষেত্রে আপনাকে দৈনিক তিনবার করে কালোজিরা খেতে হবে আপনি চাইলে কালোজিরার তেল
বা কালোজিরার ভর্তা আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন কিংবা সরাসরি কালোজিরা মধু
দিয়ে খেতে পারেন
তবে হাঁপানির রোগ সারাতে কালোজিরার ভর্তা বেশ উপকারী তাই নিয়মিত আপনার খাদ্য
তালিকায় কালোজিরার ভর্তা রাখার চেষ্টা করুন
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের উচ্চ রক্তচাপ কারো বা নিম্ন রক্তচাপ যদি আমাদের
শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ না থাকে তাহলে এটি আমাদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে
তাই আমাদের চেষ্টা করতে হবে
আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে কালোজিরা বেশ
সহায়তা করে থাকে প্রতিদিন সকালে রসুনের দুইটি কোয়া খেয়ে কালোজিরার তেল পুরো
শরীরে মালিশ করে রৌদ্রে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন
আরো পড়ুনঃ প্রতিদিন যে নিয়মে কালোজিরা খাবেন তা জানুন
এটি শরীরের জন্য বেশ উপকারী একটি মাধ্যম নিম্ন রক্তচাপ বাড়াতে এবং উচ্চ রক্তচাপ
কমাতে কালোজিরা আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখুন খুব সহজেই কালোজিরা আমাদের
শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম
জৈব শক্তি বৃদ্ধি করে
কালোজিরা নারী ও পুরুষ উভয়ের যৌন শক্তি বাড়াতে সহায়তা করে এক চামচ মাখন এক চা
চামচ মধু সম পরিমাণ কালোজিরার তেল এক চা চামচ জয়তুনের তেল মিশিয়ে যদি আপনি দিনে
তিনবার খেতে পারেন
তাহলে পুরুষত্বহীনতা থেকে মুক্তি পাওয়া যাবে তাছাড়াও নিয়মিত কালোজিরা খাওয়ার
ফলে এবং কালোজিরা তেল ব্যবহারের ফলে আমাদের শরীরের নানা ধরনের অসুখ-বিসুখ নিবারণ
হয় এবং আমাদের শরীর সুস্থ ও ভালো রাখতে সহায়তা করে
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
ডায়াবেটিস নিয়ন্ত্রণে কালোজিরা একটি উপকারী খাবার আমাদের মধ্যে অনেকে রয়েছে
যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমরা সাধারণত বিভিন্ন
ধরনের চিকিৎসা ও মেডিসিন গ্রহণ করে থাকে
তারপরও দেখা যায় অনেক সময় সঠিক ফলাফল পাওয়া যায় না এক্ষেত্রে আপনি আপনার
খাদ্য তালিকায় নিয়মিত কালোজিরা রাখতে পারেন যা আপনার ডায়াবেটিসে নিয়ন্ত্রণের
সহায়তা করবে কালোজিরায় বিশেষ কিছু অ্যান্টিঅক্সাইড ও ফাইবার রয়েছে যা
ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়তা করে থাকে
তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত কালোজিরা আপনার খাদ্য তালিকায় রাখুন আপনি
চাইলে কালোজিরার ভর্তা রাখতে পারেন যা একটি সুসম্ম ও পুষ্টিকর এবং রুচিশীল খাবার
দুধদানকারী মায়ের দুধ বৃদ্ধির ক্ষেত্রে
যে সকল মায়েদের বুকে পর্যাপ্ত পরিমাণ দুধ নেই তাদের জন্য কালোজিরা একটি
মহা ঔষধ বুকের দুধ বৃদ্ধি করতে কালোজিরা বিশেষভাবে সহায়তা করে থাকে
আরো পড়ুনঃ কোন টাইমে কালোজিরা খাবেন তা জানান
এর জন্য আপনি নিয়মিত রাত্রে ঘুম আর আগে দিয়ে ৫ থেকে ১০ গ্রাম কালোজিরা খান যার
ফলে আপনার দুধের প্রবাহ বৃদ্ধি পাবে তাছাড়াও আপনি কালোজিরা তেল চায়ের সাথে বা
মধুর সাথে খেতে পারেন যা আপনার দুধ বৃদ্ধি করতে সহায়তা করবে
আপনি চাইলে কালো জিরার ভর্তা রাখতে পারেন ভাতের সাথে কালোজিরার ভর্তা বেশ উপকারী
হবে দুধদান কারিনী মায়ের দুধের বৃদ্ধি ক্ষেত্রে তাই একজন শিশুর মাকে অবশ্যই
খাদ্য তালিকায় নিয়মিত কালোজিরা রাখা উচিত
জন্ডিস বা জন্ডিস পাল ভার এর জন্য উপকারী লিভারের জন্য উপকারী
জন্ডিস বালিবারের যেকোনো সমস্যা সারাতে কালোজিরা একটি গুরুত্বপূর্ণ খাবার যদি
কারো জন্ডিসের সমস্যা থাকে তাহলে সে নিয়মিত ত্রিপলার শরবতের সাথে এক চা চামচ
কালোজিরা তেল মিশিয়ে দিনে তিনবার সেবন করতে পারেন
যা আপনার জন্ডিস সারাতে সহায়তা করবে এর সঠিক ও সুন্দর ফলাফল পাওয়ার জন্য
অবশ্যই আপনাকে নিয়মিত কালোজিরা খেতে হবে তাছাড়াও মুখের রুচি বা বিভিন্ন ধরনের
খাবারের প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করে
এই কালোজিরা যদি আপনি নিয়মিত ত্রিপলার শরবতের সাথে কালোজিরা তেল খান তাহলে আপনার
জন্ডিস ও লিভার ভালো থাকার পাশাপাশি আপনার মুখে রুচি বাড়াতে এবং যে কোন খাবারের
প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করবে
ত্বক ভালো রাখতে
ত্বক ভালো ও সুন্দর রাখতে আমরা কত কিছুই না করে থাকি তোকে লাবণ্যময় রাখতে আমরা
বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রিম ফেসপ্যাক ফেস পাউডার ব্যবহার করে থাকি কিন্তু
আমাদের মধ্যে অনেকেই জানেন না যে ত্বক ভালো রাখতে কালোজিরা একটি উত্তম
মাধ্যম
কালো জিরা সাহায্যে আমরা আমাদের ত্বকের সুন্দর ও লাবণ্য মই রাখতে পারি ত্বক
উজ্জ্বল করতে কালোজিরা তেলের সাথে পরিমাণ মতো মধু মিশিয়ে একটি পেস্ট বানিয়ে যদি
আপনি মুখে লাগাতে পারেন তাহলে আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে যদি ব্রণের
সমস্যা থেকে থাকে তাহলে এর জন্য কালোজিরা একটি উপযোগী
এর জন্য আপনাকে কালোজিরা তেলের সাথে ভিনেগার দিয়ে পেস্ট বানিয়ে তোকে লাগাতে হবে
খুব সহজেই ব্রণ নিরাময় করা যাবে আপনি চাইলে তিলের তেলের সাথেও এই কালোজিরা তেল
মিশিয়ে আপনার ত্বকে ব্যবহার করতে পারেন যার ফলে আপনার ত্বক দেখাবে অনেকটাই
উজ্জ্বল সুন্দর ও লাবণ্যময়
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কালোজিরা বেশ কার্যকরী একটি উপকরণ অনেক সময়
দেখা যায় আমরা ছোটখাট বিষয়েই বা কারণে অকারনেই অসুস্থ হয়ে পড়ি বা নিজের শরীর
ভীষণ ক্লান্তি বোধ অনুভব করি
এর প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা কম যদি আমাদের শরীরের
রোগ প্রতিরোধের ক্ষমতা পরিমাণ মতো না থাকে তাহলে আমরা বিভিন্ন ধরনের ছোটখাট অসুখ
লেগেই থাকে তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে
যেন আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ
ক্ষমতায় বৃদ্ধি করতে কালোজিরা একটি উপযোগী খাবার যদি আপনি নিয়মিত মধুর
সাথে কালোজিরা বা কালোজিরা তেল মিশিয়ে খেতে পারেন তাহলে খুব সহজেই আপনার রোগ
প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে
ঘুম নিয়ন্ত্রণে রাখে
আমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের ঘুম ঠিক মতো হয় না ঘুম আমাদের শরীরের জন্য খুবই
গুরুত্বপূর্ণ টেনশন ডিপ্রেশন বা মানসিক চাপের কারণে অনেক সময় ঘুম হয় না
যার ফলে আমাদের শরীর ভীষণ খারাপ হয় এবং স্বাস্থ্যের অবনতি ঘটে কালোজিরার মাধ্যমে
ঘুম নিয়ন্ত্রণ রাখা খুব সহজ যদি আপনি নিয়মিত কালোজিরার তেল আপনার পুরা শরীরে
মাসাজ করতে পারেন
তাহলে আপনার ঘুম নিয়ন্ত্রণে থাকবে তাই যদি আপনার কোন কারনে ঘুমের সমস্যা থাকে
তাহলে অবশ্যই কালোজিরা তেল নিয়মিত আপনার শরীরে মাসাজ করুন যা আপনাকে শান্তিপূর্ণ
ঘুম উপহার দিবে
চুল ভালো রাখে
চুল ভালো রাখতে কালোজিরা তেল বেশ উপকার যদি আমরা নিয়মিত কালোজিরার তেল মাথায় বা
চুলে মালিশ করতে পারি তাহলে এটি আমাদের চুল বৃদ্ধি করতে সহায়তা করে
কালোজিরা তেল চুলের ফলিক কে শক্তিশালী করে তোলে এবং চুলের কোষ ভালো রক্ত সহায়তা
করে যার ফলে চুল খুব সহজেই বৃদ্ধি হতে পারে তাই আপনার চুল ভালো রাখতে নিয়মিত চুল
ভালো রাখতে কালোজিরা তেল ব্যবহার করুন
শেষ কথা কালোজিরা উপকারিতা সম্পর্কে জেনে নিন
প্রিয় পাঠক বন্ধুরা উপরের আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা এখন কালোজিরার উপকারিতা
সম্পর্কে জানতে পেরেছেন কালোজিরার অনেক উপকার রয়েছে কালোজিরা আমাদের জন্য মহা
ওষুধ এটি আমাদের শরীর থেকে যে কোন সমস্যা সমাধানে সহায়তা করে তাই আপনার শরীর
ভালো ও সুস্থ রাখতে আপনার খাদ্য তালিকায় নিয়মিত কালোজিরা রাখুন
আর্টিকেলটি পড়ে আপনার যদি ভালো লাগে বা আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই
আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না
এরকম আরো নতুন নতুন স্বাস্থ্যবিধি
আর্টিকেল পেতে বা আপডেট তথ্য পেতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন
আর্টিকেলটি পড়ে কোন মতামত জানানো থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন
এতক্ষণ এই আর্টিকেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো
থাকবেন আল্লাহ হাফেজ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url