OrdinaryITPostAd

মশা ও মাছি বাড়িতে কেন আসে এবং এদের তাড়ানোর উপায় কি কি

প্রিয় পাঠক বন্ধুরা, মশার সাথে আপনারা নিশ্চয়ই পরিচিতি এটি এমন একটি কীট পতঙ্গ যা ভীষণই বিরক্ত কর ও যন্ত্রণাদায়ক বিরক্তকর উপদ্রবের পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমণ করে এসব থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি অর্থাৎ মশা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কয়েল স্প্রে ইত্যাদি ব্যবহার করি তারপরও এদের উপদ্রব কমানো যায় না 
মশা ও মাছি বাড়িতে কেন আসে এবং এদের তাড়ানোর উপায় কি কি
তাছাড়াও এসব মাধ্যম আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আমাদের ঘরোয়া কিছু পদ্ধতি জেনে রাখা উচিত যার সাহায্যে আমরা মশা মাছি বা পোকামাকড় সহজেই তাড়াতে পারবো তো চলুন বন্ধুরা আজকের এই আর্টিকেল থেকে মশা মাছি ও পোকামাকড় তাড়ানোর কয়েকটি ঘরোয়া মাধ্যম সম্পর্কে জেনে নেওয়া যাক

সূচিপত্রঃ মশা মাছি ও পোকামাকড় তাড়ানোর ঘরোয়া কয়েকটি মাধ্যম জেনে নিন

নিচের যে অংশ পড়তে চান ক্লিক করুন

লেবু ও লবঙ্গের ব্যবহার

লেবু ও লবঙ্গের সাথে আমরা সকলেই পরিচিতি লেবু ও লবঙ্গের সংমিশ্রণ আমাদের বিভিন্ন ধরনের মশা মাছি ও পোকামাকড় তাড়াতে সহায়তা করে এর জন্য আপনাকে প্রথমে একটি লেবু খণ্ড করে কেটে নিতে হবে তারপর লবঙ্গ গুলো লেবুর সাথে গেঁথে দিতে হবে ভালোমতো লেবুর মধ্যে লবঙ্গ সম্পূর্ণ ঢুকিয়ে দিতে হবে 

শুধুমাত্র লবঙ্গের মাথার দিকে অংশটা বাইরে থাকবে এরপর লেবুর টুকরা গুলো একটি প্লেটে করে ঘরের এক কোনে রেখে দিন দেখবেন খুব সহজেই মশা আপনার ঘরে প্রবেশ করতে পারবে না মশা ভীষণই এক বিরক্তকর কীটপতঙ্গ এটি আমাদের ঠিকমতো বিশ্রাম করতেও দেয় না তাছাড়াও দিনে হোক বা রাতে হোক এর উপদ্রব লেগে ই থাকে 
মশা ও মাছি বাড়িতে কেন আসে এবং এদের তাড়ানোর উপায় কি কি
এটি যেমন বিরক্ত করে তেমনি আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ বা জীবাণুর সংক্রমণ ঘটায় যা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাছাড়াও এ মশা মাছির জন্য বিভিন্ন ধরনের বড় বড় অসুস্থ হতে পারে যেমন ম্যালেরিয়া ডেঙ্গু টাইফয়েড ইত্যাদি তাই অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে বা লক্ষ রাখতে হবে যেন মশা মাছি 

আমাদের কাছে আসতে না পারে তাছাড়াও আমরা মশা তাড়ার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি কিন্তু পদ্ধতি গুলাও আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আমরা ঘরোয়া ভাবে কিছু মাধ্যমে মশা তাড়ানোর চেষ্টা করতে পারি এর জন্য লেবু ও লবঙ্গের সাহায্যে আপনি খুব সহজেই মশা মাছি দাঁড়াতে সক্ষম হবেন

নিম পাতার ব্যবহার

সকলেই জানি নিমপাতা এমন একটি গাছ যা বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ দূরে রাখতে বা নিরময় করতেন সহায়তা করে থাকে এর আরেকটি বিশেষ গুণ হচ্ছে বিভিন্ন ধরনের মশা মাছি ও পোকামাকড় তাড়াতে সহায়তা করে থাকে এক্ষেত্রে অনেকেই নিমের তেল ব্যবহার করতে পারেন আবার অনেক ক্ষেত্রে নিমের তেল ব্যবহার না করলে 

মিমের পাতাও ব্যবহার করতে পারে এর জন্য আপনাকে সর্বপ্রথম পরিমাণ মত কিছু নিমপাতা সংরক্ষণ করতে হবে নিমপাতা গুলো আপনার ঘরের চারি কোনায় রেখে দিতে হবে কিংবা আপনি চাইলে আপনার বিছনার নিচেও রাখতে পারেন ফলে বিভিন্ন ধরনের মশা মাছি ও পোকামাকড় আপনার ঘরে প্রবেশ করতে পারবে না কেননা নিমপাতা রয়েছে 


বিভিন্ন ধরনের অক্সাইড যা পোকামাকড় গ্রহণ করতে পারেনা তাই মশা তাড়ানোর ক্ষেত্রে এই নিমপাতা ভীষণ কার্যকারী আপনি চাইলে নিমপাতার রৌদ্রের শুকিয়ে আপনার বিছানায় বা ঘরের চারিপাশে রেখে দিতে পারেন যা আপনাকে বিভিন্ন ধরনের মশা মাছি ও পোকামাকড় থেকে নিরাপদে রাখবে তাছাড়াও দেখা যায় অনেক সময় আমাদের আলমারিতে বিভিন্ন ধরনের পোকামাকড় যা কাপড়ের ক্ষতি করে থাকে এক্ষেত্রে আপনি 

যদি নিমপাতা আপনার আলমারির কাপড়ের মধ্যে রেখে দেন তাহলে কোন পোকামাকড় আপনার কাপড়ে আক্রমণ করতে পারবে না আপনি চাইলে নিম পাতার তেলও ব্যবহার করতে পারেন তবে আপনি যাই ব্যবহার করে থাকুন না কেন নিম গাছ পোকামাকড় ও মশা মাছি থেকে নিরাপদে রাখার একটি অন্যতম মাধ্যম

পুদিনা পাতার ব্যবহার

মশা মাছি বা বিভিন্ন ধরনের ছোটখাট পোকামাকড় নিয়ে আমরা সকলেই পেরেশানিতে মাঝেমধ্যেই পড়ি এগুলি আমাদের জন্য বেশ ক্ষতিকারক আর এই পোকামাকড় ও মশা মাছি তাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে থাকি 

যে মাধ্যমগুলো আমাদের জন্য ক্ষতিকারক তাই আমাদের চেষ্টা করা উচিত এমন কোন পদ্ধতি বা মধ্যম অবলম্বন করা যা আমাদের স্বাস্থ্য ও শরীর ভালো থাকবে এবং মশা মাছি ও পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পাব এক্ষেত্রে অবশ্যই আমরা ঘরোয়া ভাবে প্রাকৃতিক উপায়ে মশা মাছি ও পোকামাকড় নিবারণের চেষ্টা করতে পারি আমরা হয়তো অনেকেই জানি না পুদিনা পাতা ব্যবহার করে 


মশা মাছি ও পোকামাকড় তাড়ানো সম্ভব এজন্য আপনাকে সর্বপ্রথম ছোট একটি ক্লাসে পরিমান মত পানি নিয়ে তাতে কিছু পুদিনা পাতা ভিজিয়ে রেখে দিতে হবে এবং তিনদিন অপেক্ষা করতে হবে বিভিন্ন গবেষণায় জানা গেছে যে পুদিনা পাতায় বিশেষ কিছু উপাদান রয়েছে যা মশা মাছিসহ বিভিন্ন ধরনের পোকামাকড় তাড়াতে বা উপশম্য করতে সহায়তা করে এখন আপনাকে সেই ভেজানো পুদিনা পাতার পানিটুকু নিয়ে গরম করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে 

এবারে সেই গরম পানির ধাপ গুলি সারা ঘরে ছড়িয়ে ফেলুন এই গরম ভাব গুলি বিভিন্ন ধরনের মশা মাছি ও ছোটখাটো পোকামাকড় নিরাময়ে সহায়তা করে যদি এই পুদিনা পাতার গরম পানির ধোয়া আপনার সারা ঘরে ছুরি দিতে পারেন তাহলে কমপক্ষে দুই থেকে তিন দিন কোন ধরনের মশা মাছি বা পোকামাকড় আক্রমণ করতে পারবে না

চা পাতা পোড়ানো

মশা মাঝি বা বিভিন্ন ধরনের ছোটখাট পোকামাকড় আকৃতিতে ছোট হলেও এরা বিভিন্ন ধরনের ক্ষতিকর রোগ জীবাণু নিয়ে ঘোরাফেরা করে যা আমাদের শরীরের জন্য ভীষণ বিপদজনক এই মশা মাছি বা ছোটখাটো পোকামাকড় তাড়াতে আমরা বিভিন্ন ধরনের মাধ্যমে ব্যবহার করে থাকি তবে আপনি জানলে অবাক হবেন যে চা পাতার সাহায্য এই মশা মাছি বা পোকামাকড় নিরাময় করা সম্ভব 

আমরা সকলেই চা পান করে থাকি এছাড়া বানাতে যে চা পাতা ব্যবহৃত হয় সেই চা পাতা না ফেলে দিয়ে এই চা পাতা দিয়ে আপনার ঘরের মশা মাছি তাড়াতে পারেন এর জন্য আপনাকে অবশ্যই ব্যবহারিত চা পাতাগুলো রোদে ভালো মতো শুকিয়ে নিতে হবে এবং ভালো ও সুন্দর একটি বোতলের সংরক্ষণ করে রাখতে হবে এবারে পরিমাণ মতো ব্যবহারিত রোদে শুকনা চা পাতা নিয়ে তাতে আগুন দিতে হবে 


যার ফলে ধোয়া হবে আর এই দোয়া গুলো আপনার পুরো বাড়িতে বা ঘরে ছুড়িয়ে ফেলুন এই দোয়া আপনার ঘরের বিভিন্ন ধরনের ছোটখাট পোকামাকড় ও মশা মাছি তাড়াতে সহায়তা করবে তাই অবশ্যই আজকে থেকে আপনার ব্যবহারকৃত চা পাতা ফেলে না দিয়ে রৌদ্রে সুখে সংরক্ষণ করুন যা আপনার মশা মাছি তাড়াতে ব্যবহৃত হবে

হলুদ আলো  ব্যবহার করা

আমরা আমাদের ঘরে বা বাড়িতে বিভিন্ন ধরনের রঙের আলো ব্যবহার করে থাকি আর আমরা সকলে জানি পোকামাকর বা মশা মাছির কাছে এর রঙিন আলো কতটা পছন্দের অনেক সময় দেখা যায় যেখানে একটু বেশি রঙিন আলোর লাইট থাকে সেখানে বিভিন্ন ধরনের পোকামাকড় ও মশা মাছি ঘোরাফেরা করে সে ক্ষেত্রে অবশ্যই আমাদের এ ধরনের রঙিন লাইট পরিহার করতে হবে 
মশা ও মাছি বাড়িতে কেন আসে এবং এদের তাড়ানোর উপায় কি কি
আপনি চাইলে হলুদ রঙের রাইট ব্যবহার করতে পারেন কেননা মশা মাছিরা যেকোনো হলুদ রঙের আলো থেকে দূরে থাকে তাই আপনি যদি আপনার ঘরে হলুদ রঙের আলো রাখেন সে ক্ষেত্রে অনেকটাই মশা মাছি আপনার ঘর থেকে দূরে থাকবে এছাড়াও ঘরে এবং ঘরের বাইরে বিভিন্ন ধরনের রঙিন আলো পরিহার করা উচিত বা পরিবর্তন করা উচিত মশার সাধারণত যে কোন লাইটের প্রতি আকৃষ্ট হয় বেশি এক্ষেত্রে এলইডি লাইট হলুদ বাগ লাইট সোডিয়াম লাইট ইত্যাদি 

আপনার ঘরে লাগালে বিভিন্ন ধরনের মশা মাছি ও ছোটখাট পোকামাকড় অনেকটাই কম আসবে তাই আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে মশা মাছি বা পোকামাকড় তাড়াতে চান তাহলে অবশ্যই আপনার বাড়ি বা ঘরের লাইট গুলো রঙিন রাখবেন না হলুদ রঙের রাখবেন এবং অন্যান্য রঙিন রংয়ের লাইট গুলো পরিহার করার চেষ্টা করুন বা পরিবর্তন করুন তাহলে অনেকটাই মশার উৎপাত কম হবে

জমানো পানি থেকে দূরে থাকুন

অনেক সময় আমরা দেখি আমাদের ঘরের আশপাশে বা বাড়ির আশপাশে দিয়ে অনেক পানি জমে থাকে যেমন বৃষ্টির পানি বা এসির পানি ইত্যাদি এক্ষেত্রে অবশ্যই এ পানি গুলো দীর্ঘদিন জমে থাকা যাবে না এর ফলে সেখানে বিভিন্ন ধরনের মশা মাছি বা পোকামাকড় বাসা বাঁধে বেশি পরিমাণে তাই আপনি যদি আপনার বাড়ির বা ঘরের আশপাশে এ ধরনের জমানো পানি দেখেন তাহলে অবশ্যই সেটি পরিষ্কার করবেন 


তাছাড়াও যেখানে সেখানে যদি এভাবে পানি জমে থাকে তাহলে মশা মাঝি বংশবিস্তার করে আরো বেশি সে ক্ষেত্রে যদি আপনার ঘরের বা বাড়ির আশপাশে এরকম জমানো পানি থাকে তাহলে মশার উৎপাত হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে তাই অবশ্যই আপনি যেকোন পানি জমতে দিবেন না অনেকের বাড়িতে এমনও দেখা যায় এসি থেকে যে পানি নির্গত হয় 

তা বালতিতে বা ছাদের আশপাশ দিয়ে অনেকদিন ধরে জমে থেকে যায় এটি অবশ্যই করা যাবে না এর ফলে মশা মাছি উৎপাত আরও বেশি হতে পারে তাই এই এসির জমে থাকা পানি পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করা উচিত মশা মাছি ভীষণই বিরক্ত করে কীটপতঙ্গ হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ জীবাণুর নিয়ে ঘুরে বেড়ায় তাই অবশ্যই মশা মাছি থেকে আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে

রসুনের স্প্রে করুন

মশা মাছি তাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের স্প্র রুমে ব্যবহার করে থাকি এই স্প্রে আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই অবশ্যই ঘরোয়া ভাবে আমাদের মশা মাছি তাড়ানোর ব্যবস্থা করা উচিত এক্ষেত্রে আপনি চাইলে ঘরোয়াভাবে একটি রসুনের স্প্রে তৈরি করে মশা তাড়াতে পারেন রান্নাঘরে গেলে রোশন আমাদের চোখে পড়ে 


রসুন আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ জীবাণু নিরাময় করতে সহায়তা করে এর পাশাপাশি রসুনের আরেকটি বড় গুণ হচ্ছে এটি যেকোনো ধরনের পোকামাকড় বা মশা মাছি তারাতে বেশ সহায়তা করে থাকে এক্ষেত্রে আপনাকে একটি পরিষ্কার পাত্র পানি নিতে হবে এবং সেই পানিতে রসুনের রস মিশাতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে পানির পাঁচ ভাগের একভাগ রসুনের রস থাকবে সেই মিশ্রণটিতে এবারে মিশ্রণটি আপনার শরীরের ভালো মতো মেসেজ করে নিন যখন আপনি আপনার শরীরে 

এই স্প্রেটি ম্যাসাজ করবেন তার বেশ কিছুক্ষণ পর্যন্ত আপনার শরীরে কোন ধরনের মশা মাছি বা পোকামাকড় কামড়াতে পারবেনা আপনি চাইলে এভাবে ঘরোয়া ভাবে রসুনের সাহায্যে বডি স্প্রে বানাতে পারেন যা আপনার শরীরে কোন ধরনের মশা মাছি বা পোকামাকড় তাছাড়াও যে কোন ধরনের রক্ত শোষিত পতঙ্গ আপনার ধারের কাছে ঘেষতে পারবে না তাছাড়াও আপনি খুব সহজেই এই রসুনের স্প্রে বাড়িতে বসে থেকে তৈরি করতে এই স্প্রে তৈরির জন্য খুব বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না

নারিকেলের ছোবা পোড়ানো

নারিকেলের সাথে আমরা সবাই পরিচিতি নারিকেলের এই ছোঁবা দিয়েও আমরা মশা তাড়াতে পারি খুব সহজে নারিকেলের সভাতে রয়েছে বিভিন্ন ধরনের মশা তাড়ানোর উপাদান তাই নারিকেলের আঁশ গুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে 

তারপর হচ্ছে ভালোমতো শুকিয়ে নিতে হবে এবারে কাঠের একটি পাত্রে সেই টুকরো গুলোকে পরিমাণ মতো নিতে হবে এবং জলন্ত আগুনের কাঠি দিয়ে দিতে হবে তাহলেই দেখবেন সেই নারীকেলের টুকরো করা থেকে হালকা হালকা ধোঁয়া বের হচ্ছে এখন এই দোয়া বাড়িতে বা ঘরে ছড়িয়ে দিতে হবে তাহলে খুব সহজেই মশা মাছিরা পালাবে তাই অবশ্যই নারিকেলের শোভা ফেরে না দিয়ে রৌদ্রে শুকিয়ে ভালোমতো রাখুন 


যা আপনার মশা তাড়াতে ব্যবহৃত করতে পারবেন মশা বিপদজনক একটি কীট পতঙ্গ এটি আকৃতিতে বেশ ছোট তাই বলে একে অবহেলা করা যাবে না এই ছোট আকৃতির মশা মাছি বিভিন্ন ধরনের রোগ জীবাণু নিয়ে ঘোরাফেরা করে যা আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের শরীরে হতে পারে বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ তাই অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে 

মশা মাছি থেকে আমাদের ঘরবাড়ি পরিষ্কার রাখা নারিকেলের ছোবা মশা মাছি তাড়াতে বেশ সহায়তা করে থাকে তাই অবশ্যই আপনি নারিকেলের ছোবা দিয়ে মশা মাছি তাড়ানোর চেষ্টা করে দেখতে পারেন

কেরাসিন তেল স্প্রে

কেরাসিন তেল মশা মাছি বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় তাড়াতে বেশ সহায়তা করে তাই আপনি ঘরোয়া ভাবে এই কেরোসিন তেলের মাধ্যমে আপনার ঘরের মশা মাছি তাড়ানোর চেষ্টা করতে পারেন কেরাসিন তেলের সাথে আমরা সকলেই পরিচিতি যদিও বা এর ব্যবহার এখনো অনেকটাই কমে গেছে তারপরও 
মশা ও মাছি বাড়িতে কেন আসে এবং এদের তাড়ানোর উপায় কি কি
আপনি যদি কেরাসিন তেল আপনার ঘরে বা বাড়িতে স্প্রে করতে পারেন তাহলে মশা মাছি খুব সহজেই নিরময় করতে পারবেন কেরাসিন তেলের গন্ধটা একটু অন্যরকম আর এই গন্ধটা অনেকের কাছে পছন্দ আবার অনেকের কাছেই পছন্দ না তাই আপনার যদি কেরাসিন তেলের গন্ধের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি এই তেলের বোতলের সাথে অন্য একটি ভালো বা আপনার পছন্দমত পারফিউম ব্যবহার করতে পারেন 

যার ফলে গন্ধ চলে যাবে এভাবে আপনি বাড়িতে স্প্রে করতে পারবেন যার ফলে মশা মাছি ও ছোটখাটো পোকামাকড় নিরাময় হবে তাছাড়াও এই কেরাসিন তেলের স্প্রে আপনার শারীরিক কোন ক্ষতি করবে না যেমনটা করে থাকে কোয়েলের ধোয়া বা মশা তাড়ানো অন্যান্য স্প্র তাই এটি অবশ্যই একটি নিরাপদ ব্যবস্থা মশা মাছি ও বিভিন্ন ধরনের ছোট খাটো পোকামাকড় তাড়ানোর জন্য

শেষ কথা মশা মাছি ও পোকামাকড় তাড়ানোর ঘরোয়া কয়েকটি মাধ্যম জেনে নিন

প্রিয় পাঠক বন্ধুরা নিশ্চয় ই আপনারা মশা মাছি ও বিভিন্ন ধরনের ছোটখাট পোকামাকড় নিয়ে চিন্তিত রয়েছেন বা পেরেশানির মধ্যে থাকেন যা আপনার বিশ্রামে বিগত ঘটায় তাছাড়াও বিভিন্ন ধরনের ক্ষতিকারক জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে তাই এসব মশা মাছি থেকে দূরে থাকার চেষ্টা করুন এই আর্টিকেলের সাহায্যে 

আপনি নিশ্চয়ই এখন জানতে পেরেছেন ঘরোয়া উপায় কিভাবে মশা মাছি তাড়ানো যায় এই মাধ্যমগুলো অবশ্যই আপনি ব্যবহার করে দেখতে পারেন এটি আপনার শরীরের জন্য ভীষণ উপকারী বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ থেকে মুক্তি পেতে অবশ্যই মশা মাছি থেকে বিরতি থাকা বা স্পর্শে না আসার চেষ্টা করুন

আটিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না 

এরকম আরো নতুন নতুন আর্টিকেল পেতে এবং আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন আর্টিকেলটি পড়ে যদি আপনার কোন মতামত জানানো থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন

এতক্ষণ আমাদের আর্টিকেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url