OrdinaryITPostAd

শবে কদর রাত্রের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জেনে নিন



আসসালামু আলাইকুম আপনাকে এই আর্টিকেলে স্বাগতম আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা শবে কদর উদযাপিত করে কিন্তু শবে কদরের গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে তেমন কোন ধারনা নেই এই রাতটি প্রত্যেকটি মুসলিম মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি রাত

এই রাতের ইবাদত একজন মানুষের ইহকাল ও পরকালের জীবন সুন্দর ও আলোকময় করে তুলতে পারে তাই অবশ্যই আমাদের সকলের উচিত এ রাতের সম্পর্কে জানা তো চলুন আজকের এই আর্টিকেল থেকে জেনে নেওয়া যাক শবে কদর রাত আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও তাৎপর্য

সূচিপত্র: শবে কদর রাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জেনে নিন

নিচের যে অংশ পড়তে চান ক্লিক করুন

  • শবে কদর কি
  • শবে কদর রাত কবে
  • শবে কদরের নামাজ
  • শবে কদরের গুরুত্ব
  • শবে কদরের রাতে কি আমল করতে হয়
  • শবে কদর রাতকে ভাগ্য রজনী কেন বলা হয়
  • শবে কদর রাতে আল্লাহর কাছে কি চাইবে
  • শেষ কথা

শবে কদর কি

শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য জানার আগে অবশ্যই আমাদের প্রথমে জানতে হবে শবে কদর রাতটি কি এবং এ রাতকে কেন অত মর্যাদাপূর্ণ রাত বলা হয় সাধারণত আমরা যারা মুসলিম রয়েছি তারা সকলেই শবে কদর রাত টি সাথে পরিচিতি বছরের একটি সময় অর্থাৎ রমজান মাসের শেষ দশ দিনের ভিতরের রাতে শবে কদর রাতটি এসে থাকে তো চলুন এখন শবে কদরের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক

শবে কদর কথাটি ফারসি সবে মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান মর্যাদা গুনাগুন সম্ভাবনা ভাগ্য ইত্যাদি এক কথায় শবে কদর শব্দের অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী শবে কদরের আরবি হল লাইলাতুল কদর যার অর্থ সম্মানিত রাজ লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম যে রাতে পবিত্র কুরআন নাযিল হয়েছে সেই রাতকেই শবে কদরের রাত বলা হয়

শবে কদর রাত কবে

আমরা প্রত্যেক মুসলিম মানুষই শবে কদর রাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে সঠিকভাবে না জানা থাকলেও শবে কদর এই কথাটির সাথে বেশ ভালোভাবে পরিচিতি এই রাত্রি প্রত্যেকটি মুসলিম মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলত পূর্ণ রাত এই কারণেই এই রাতকে অনেকেই ভাগ্য নির্ধারণের রাতও বলে থাকে

শবে কদর কবে আমরা অনেকেই এ বিষয়ে সঠিকভাবে জানিনা যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে চান এবং শবে কদর পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে শবে কদর রাতটি হলো প্রত্যেকটি মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি রাত সম্মানীয় রাত হাজার বছর ইবাদত করলে যে নেকি পাওয়া যায় যদি আপনি এই শবে কদর রাতে ইবাদত করতে পারেন তাহলে তার চেয়েও বেশি নেকি পাবেন

বিভিন্ন সহি হাদিস থেকে জানা যায় যে শবে কদর রমজান মাসের শেষ দশকের বিজোড়া রাত্রি গুলোর মধ্যে একটিতে রয়েছে বি জোড়া রাত্রিগুলো বলতে বোঝানো হয়েছে রমজান মাসের শেষ দশকের ২১ ২৩-২৫ ২৭ ২৯ রমজানের রাত আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ রাতের মধ্যেই শবে কদর রাত খুঁজতে বলেছেন এবং এই রাতে বেশি বেশি আল্লাহ তায়ালার সাথে যুক্ত থাকতে অর্থাৎ ইবাদত করতে বলেছেন

শবে কদরের নামাজ

শবে কদর কি এবং শবে কদর রাত কবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনি যদি শবে কদর রাতে আল্লাহর কাছে ক্ষমা পেতে চান এবং আল্লাহ তাআলার দয়া পেতে চান তাহলে অবশ্যই সে রাতে আপনাকে মনোযোগ সহকারে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হবে অন্যান্য ধর্ম এবং আমাদের ধর্মের মূল পার্থক্য হচ্ছে নামাজ তাই শবে কদর রাতে অবশ্য বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করবেন

অনেকেরই এ প্রশ্ন থাকে যে শবে কদর রাতে কিভাবে এবং কত রাকাত নামাজ পড়তে হবে আসলে শবে কদর রাতের নামাজ বলে যে নামাজের নিয়ম কারণগুলো একটু অন্যরকম হবে এমনটা মোটেও নয় আমরা সাধারণত এমনি দিনগুলোতে যেভাবে নামাজ পড়ি ঠিক সেভাবেই শবে কদর রাত্রেও নামাজ পড়তে হবে এর জন্য অবশ্যই আপনাকে দুই রাকাত করে নফল নামাজগুলি আদায় করতে হবে

আরো পড়ুনঃ শবে কদরের নামাজ পড়ার নিয়ম

শবে কদর রাতে নামাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে সুন্দর ভাবে পরিষ্কার ও পবিত্র হয়ে নিতে হবে ভালো মতো ও মনোযোগ সহকারে অজু করতে হবে এবং আপনি যে জায়গায় বসে নামাজ বা এবাদত করবেন সে জায়গাটি অবশ্যই পরিষ্কার ও পবিত্র হতে হবে কেননা আপনি এবং যে জায়গায় বসে এবাদত করবেন সেই জায়গায় যদি অপবিত্র থাকে তাহলে আপনার কোন এবাদতই গ্রহণযোগ্য হবে না

লাইলাতুল কদর বলে নামাজের নিয়ম গুলো একদমই অন্যরকম হবে না সাধারণ নিয়ম এই দুই রাকাত করে আপনি নফল নামাজগুলো যত বেশি বেশি পারেন আদায় করবেন তারপরে কুরআন তেলাওয়াত এবং তোবা ও ইস্তেগফার করবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও দয়া চাইবেন

যেহেতু আল্লাহর কাছে নামাজ অনেক বেশি প্রিয় ইবাদত তাই অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি নফল নামাজ পড়ার এ রাত্রে এবং এই নামাজগুলো আদায় করার সময় অবশ্যই চেষ্টা করবেন অনেকক্ষণ সময় নিয়ে নামাজ পড়ার এবং মনোযোগ সহকারে পড়ার

শবে কদরের গুরুত্ব

ছোট বড় সকলেই আমরা শবে কদর কথাটির সাথে বেশ ভালোভাবেই পরিচিতি এই রাতটি প্রত্যেকটি মুসলমান মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত এই রাতকে ভাগ্য রজনী রাত বলা হয়ে থাকে এই রাতে আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে এই রাতকে সম্মানীয় রাত মর্যাদাপূর্ণ রাত বলা হয়ে থাকে

এক বছর ইবাদত করলে আপনি যে নেকি পাবেন যদি আপনি শবে কদর রাতে মনোযোগ সহকারে পবিত্রতার সাথে এবাদত করতে পারেন তাহলে আপনি এর চেয়েও বেশি নেকি পেতে পারেন এই উক্তিটি থেকে বোঝা যাচ্ছে যে শবে কদর রাত আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ

আরো পড়ুনঃ শবে কদর রাত্রে করণীয় ও বর্জনীয় কি কি

শবে কদর রাতে কেউ যদি মন থেকে আল্লাহর কাছে কোন কিছু চাই বা কোন কিছুর জন্য দোয়া করে তবে সেটি আল্লাহতালা ফিরিয়ে দেয় না আপনি যদি আপনার জীবনের গুনাহ সমূহগুলো কে মাফ করতে চান এবং ইহকাল ও পরকালে ভালো থাকতে চান ও সুখময় জীবন পেতে চান তাহলে অবশ্যই এই রাত্রে বেশি বেশি আল্লাহর এবাদত করুন এবং আল্লাহর কাছে তোবা ও ইস্তেগফার করুন

শবে কদর রাতে সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ রাত তাই অবশ্যই চেষ্টা করুন এই রাতে বেশি বেশি আল্লাহতালার এবাদত বন্দেগী করার সারা বছরের মধ্যে এই একটি রাত যার এতটা গুরুত্ব ও এত মর্যাদাপূর্ণ তাই অবশ্যই এ রাতকে অবহেলা না করে গুরুত্ব সহকারে পবিত্রতার সাথে মনোযোগ দিয়ে আল্লাহর এবাদত করুন

শবে কদর রাতে কি আমল করতে হয়

শবে কদরের রাত একজন মুসলিম মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত এ রাত্রের কেউ যদি মন থেকে পবিত্রতার সাথে কোন দোয়া বা কিছু চাই তাহলে তা আল্লাহ তা'আলা ফিরিয়ে দেন না আমাদের মধ্যে অনেকেরই মনে এরকম প্রশ্ন জাগে যে শবে কদর রাতটি আমরা কিভাবে উদযাপিত করব বা কি ধরনের আমল করব বা এবাদত করব তো চলুন এই অংশ জেনে নেওয়া যাক শবে কদর রাতে কি ধরনের আমল করবেন

আল্লাহ তায়ালার কাছে নামাজ অধিক প্রিয় ইবাদত তাই অবশ্যই আপনি শবে কদর রাতে নিজেকে পরিষ্কার ও পবিত্রতা করে বেশি বেশি নামাজ আদায় করুন অবশ্যই আপনি এটা লক্ষ করবেন যেন নামাজগুলো অনেকক্ষণ সময় ধরে পড়েন নামাজের সময় কোন রকম তাড়াহুড়া করবেন না এবং চেষ্টা করবেন শেষদায় বেশিক্ষণ থাকার কেননা আল্লাহ তায়ালা সেজদায় থাকা খুবই পছন্দ করেন

নামাজ শেষে আপনি বিভিন্ন ধরনের দোয়া করতে পারেন বা জিকির করতে পারেন ছোট ছোট অনেক জিকির আছে যেগুলি আল্লাহর কাছে খুব পছন্দের এবং এগুলির ওজনও অনেক এবং এগুলির কারণে আপনি অনেক বেশি নেকীর অধিকারী হতে পারেন

আরো পড়ুনঃ শবে কদর রাত্রে কোন অমল গুলো করলে বেশি সওয়াব পাওয়া যায়

এরপর আপনি পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াত করতে পারেন এছাড়াও আপনি কুরআনের বেশ গুরুত্বপূর্ণ ও মর্যাদা পূর্ণ সূরা গুলি তেলাওয়াত করতে পারেন যেমন সূরা বাকারা সূরা ইয়াসিন সূরা মূলক সূরা কাহাফ ইত্যাদ এই সূরা গুলি আপনি তেলাওয়াত করতে পারেন

এই রাতে অবশ্যই আপনি বেশি বেশি দরুদ ও তোবা এবং ইস্তেগফার পড়ার চেষ্টা করুন কেননা দুরুদ আপনার জীবনে বরকত ও দয়া এনে দিবে এবং ইস্তেগফার আপনার জীবনের বিভিন্ন ধরনের গুণসমূহ মাফ করতে বিশেষভাবে সহায়তা করবে তাই অবশ্যই এই রাতে দুরুদ এবং ইস্তেগফার বেশি বেশি পড়ার চেষ্টা করুন

শবে কদর রাতকে ভাগ্য রজনী কেন বলা

শবে কদর রাতকে ভাগ্য রজনীরা রাত বলা হয় আমরা আগেই শবে কদরের অর্থ কি তা বলার চেষ্টা করেছি শবে শব্দের অর্থ হচ্ছে রাত বা রজনী এবং কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য যদি ও কদর শব্দের অর্থ আরো অনেকগুলি আছে যেহেতু এখানে কদর শব্দের অর্থ ভাগ্য তাই একে অনেকে ভাগ্য রজনী বলে থাকেন

শবে কদরের রাতে কি ভাগ্য লেখা হয় আসলে এরকম প্রশ্ন অনেকেই মনে হয়ে থাকে সাধারণত অনেকেই বলে থাকে আগামী এক বছরের জন্য ভাগ্য লিখা হয়ে থাকে এই রাত্রে অনেকেই এই কথাটি বিশ্বাস করেন আবার অনেকেই করেন না তো চলুন এখন জেনে না যাক এ কথাটি কতটুকু সত্য

যদি কোরআন ও হাদিসে এই কথা উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে যে শবে কদরে আমাদের ভাগ্য লিখা হয়ে থাকে আল্লাহ তাআলা নিজেই কুরআনে এ কথা উল্লেখ করেছেন যে আল্লাহ তা'আলা বলেন হামিম শপথ উজ্জ্বল কিতাবের নিশ্চয়ই আমি তা নাযিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়

শবে কদর রাতে আল্লাহর কাছে কি চাইবে

অনেকেরই মনে এমনটা প্রশ্ন জাগে যে শবে কদর রাত এত গুরুত্বপূর্ণ রাত তাহলে এ রাত্রে আমাদের কি চাওয়া উচিত আল্লাহর কাছ থেকে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যই তাই অবশ্যই আমাদের সকলকে আল্লাহ তা'আলা ইবাদতে ব্যস্ত থাকা উচিত কিন্তু এই পৃথিবীতে সুখ ও স্বচ্ছন্দে বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আল্লাহর ইবাদত করা হয় না

edederfswertআরো পড়ুনঃ শবে কদর রাত্রে দোয়া কবুল কেন হয়

তাছাড়াও বিভিন্ন ধরনের গুনাহয় লিপ্ত হয়ে যায় আর আমরা মানুষ আমাদের ভুল হবে এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত করা উচিত আর এর জন্য আপনি অবশ্যই শবে কদর রাতে আল্লাহর কাছে বেশি বেশি তোবা ও ইস্তেগফার করতে পারেন আপনার গুনাহ গুলোর জন্য ক্ষমা চাইতে পারেন যার কারণে আপনি পরকালে পেতে পারেন একটি সুন্দর জীবন

তাই অবশ্যই শবে কদর রাতে পবিত্রতার সাথে ও মনোযোগ সহকারে আল্লাহর এবাদত করুন এবং আপনার জীবনের বিভিন্ন ধরনের গুনাহ গুলোর জন্য ক্ষমা চান এবং বেশি বেশি ইস্তেগফার পড়ুন

শেষ কথা|: শবে কদর রাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জেনে নিন

প্রিয় পাঠক বন্ধুরা নিশ্চয়ই আপনি এখন উপরের আলোচনা থেকে জানতে পেরেছেন যে শবে কদর রাত আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই অবশ্যই শবে কদর রাত্রে পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়াময় ও ক্ষমাশীল

যেহেতু প্রত্যেকটি মুসলিম মানুষের জীবনে শবে কদর রাতটি অনেক গুরুত্বপূর্ণ রাত তাই আমাদের সকলের শবে কদর রাতের সম্পর্কে ভালোভাবে জানা উচিত তাই আপনি যদি ইতিমধ্যেই শবে কদর রাতে সম্পর্কে তেমন না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলুন

আর্টিকেলটি পড়ে আপনি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম আরো গুরুত্বপূর্ণ ও তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট দিতে নিয়মিত ভিজিট করুন

এতক্ষণ এই আর্টিকেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন ঈমানের সহিত থাকুন আল্লাহ হাফেজ









এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url